অ্যাডভোকেট ফজলুর রহমানকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তটি বিএনপির জন্য ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।
জিল্লুর রহমান বলেন, ‘অনেকেই চিন্তা করছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির মনোনয়ন পাবেন কি না? তবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপির সিদ্ধান্তটি ভালো হয়েছে। হাবিবুর রহমান হাবিবকেও মনোনয়ন দিয়েছে বিএনপি। তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তটিও গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘ফজলুর রহমান ও হাবিবুর রহমান উভয়ই একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, আওয়ামী লীগকে ভেতর থেকে দেখেছেন। আওয়ামী লীগকে কাউন্টার করার জন্য এবং আওয়ামী লীগের মধ্যে যারা ভালো তাদের সঙ্গে পলিটিক্যাল ডিল করার জন্য তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
জিল্লুর রহমান বলেন, ‘সব মিলিয়ে ভোটের রাজনীতিতে বিএনপি অনেক জায়গায় এগিয়ে। কিন্তু ভালো ভোট নিশ্চিত করতে বিএনপির ওপর যে দায়িত্ব, সেটা দলটি ভালোভাবে পালন করতে পারছে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় আছে।’
তিনি আরো বলেন, ‘বিএনপির এগিয়ে থাকাটা নির্ভর করবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর। আমি এখন পর্যন্তও মনে করি না এই সরকার ফেব্রুয়ারি মাসে একটি ভালো নির্বাচন করতে পারবে বা ফেব্রুয়ারিতে আদৌও কোনো নির্বাচন হবে।’
টিএম/টিএ