বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বগুড়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বগুড়া পৌরসভার ২০নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।তিনি বলেন, বগুড়া বিগত দিনে বঞ্চিত ও অবহেলিত ছিল। দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের শাসনে এই এলাকায় কোনো প্রকৃত উন্নয়ন হয়নি।
ইনশাআল্লাহ আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, আর বগুড়াসহ সারা দেশে হবে প্রকৃত উন্নয়ন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সহ-সভাপতি ডা. শাহ মো. শাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, অর্থ বিষয়ক সম্পাদক সাদত হোসেন, শিল্প বিষয়ক সম্পাদক রিপন, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তম আলী, সহ-সভাপতি সাদেক, কাদের ও বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. টিপু, রিপন, প্রচার সম্পাদক মাহবুব এবং শহর বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক বিদ্যুৎসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসএস/টিএ