ওসমানী বিমানবন্দরের বাথরুমে মিলল ২৯ লাখ টাকার সোনা

সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বাথরুমের ডাস্টবিনে পাওয়া গেছে ১২টি সোনার বার। যার ওজন প্রায় এক কেজি ৪০০ গ্রাম।

শনিবার সকাল ৯টার দিকে বিমানবন্দরের বাথরুম থেকে সোনার বারগুলো জব্দ করেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা। যার আনুমানিক বাজার মূল্য ২৮ লাখ ৮০ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার ছয়দুল আলম জানান, কোন যাত্রী বিমানে করে আনা সোনার বারগুলো পাচারের চেষ্টায় ব্যর্থ হয়ে বাথরুমের ডাস্টবিনে ফেলে রেখে যায়। বিষয়টি জানতে পেরে ১২ পিস সোনার বার জব্দ করা হয়। যার ওজন প্রায় এক কেজি ৪০০ গ্রাম।

তিনি আরও জানান, শনিবার সকালে দুবাইয়ের ফ্লাইট, সিলেট-লন্ডন কানেক্টিং ফ্লাইটসহ তিনটি ফ্লাইট ছিল। নিরাপত্তা জোন পার হতে পারবে না ভেবে চোরাচালানে জড়িত যাত্রী সোনার বারগুলো বাথরুমে ফেলে যায়।

 

টাইমস/এইচইউ

Share this news on: