রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, সরকার বা নির্বাচন কমিশন নির্বাচনের আবহ তৈরি না করতে পারলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৩৭ জন প্রার্থীর মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে এই আবহটা তৈরি করতে পেরেছে।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
জিল্লুর রহমান বলেন, নির্বাচনকে বানচাল করার, নির্বাচন না করার নানা রকমের ষড়যন্ত্র হবে। সেই ষড়যন্ত্র কে কখন কোন দিক থেকে করবে সেটা বলা দূরহ হবে।
কোনো ঘটনা মনে হবে জামায়াত করছে, কোনো ঘটনা মনে হবে আওয়ামী লীগ করছে। কিন্তু আসলে কে কোন ঘটনাটি ঘটাচ্ছে সেটা বোঝা খুবই দূরহ হবে।
জিল্লুর বলেন, আমার কাছে কখনোই মনে হয়নি যে, বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে পারবে। কখনোই মনে হয়নি, বর্তমান সরকারের আমাদের কাঙ্খিত যে নির্বাচন তা করার সক্ষমতা আছে।
সেরকম একটা পরিস্থিতি দেশে তৈরি করার চেষ্টা করা হচ্ছে।
জিল্লুর আরো বলেন, মনোনয়ন দেওয়ার পরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে ধরনের প্রতিক্রিয়া তৈরি হওয়ার তা হয়নি। এটা বিএনপির জন্য, তারেক রহমানের নেতৃত্বের জন্য একটা বড় এচিভমেন্ট। ১৬-১৭ বছর বিএনপিকে ভাঙ্গার যে চেষ্টা করা হয়েছে সরকারের দিক থেকে, বিভিন্ন এজেন্সির পক্ষ থেকে- সেটাতে তারা সফল হয়নি।
পিএ/এসএন