বন্ধুত্ব মানে শুধু প্রশংসা নয়, প্রয়োজন সত্য বলার সাহসও এমনই এক জীবনের গভীর বার্তা দিয়েছেন বলিউড অভিনেতা অনুপম খের। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে তিনি লেখেন, “যে বন্ধু তোমার সব কাজকে সমর্থন করে, তার থেকেও বেশি মূল্যবান সেই বন্ধু, যে তোমাকে সত্যি কথা বলে।”
অভিনেতার এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তাঁর বক্তব্যে খুঁজে পেয়েছেন জীবনের বাস্তব শিক্ষা। অনেকে মন্তব্য করেছেন, অনুপম খের শুধু অভিনয়েই নয়, জীবনদর্শনেও অনন্য।
সাম্প্রতিক সময়ে সমাজমাধ্যমে নিয়মিত অনুপ্রেরণামূলক ভাবনা শেয়ার করছেন এই অভিজ্ঞ অভিনেতা। তাঁর পোস্টগুলো তরুণ প্রজন্মের মধ্যে চিন্তার খোরাক জোগাচ্ছে বন্ধুত্ব, সততা ও আত্মসমালোচনার মতো বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবতে উৎসাহ দিচ্ছে।
এসএস/টিএ