বলিউডের অভিনেত্রী ঈশা গুপ্তা আবারও নজর কাড়লেন এক সাম্প্রতিক আয়োজনে। ধূসর রঙের হল্টার নেক পোশাকে, সামনে চেইন ডিজাইন আর কোমরে পেপলামের ছোঁয়া এই অনন্য সাজে যেন নতুনভাবে সংজ্ঞায়িত করলেন পরিমিত সৌন্দর্য ও আত্মবিশ্বাসের মিশেল। পোশাকের সরল নকশা তবুও প্রকাশ করেছে এক অনন্য আধুনিকতা, যা চোখে পড়ার জন্য নয়, বরং নিজেই হয়ে ওঠে দৃষ্টিনন্দন।
ঈশার সুঠাম গড়ন, আত্মবিশ্বাসী ভঙ্গি ও স্বতন্ত্র ফ্যাশনবোধ মিলে যেন প্রতিবারই নতুন রূপে মুগ্ধ করেন দর্শককে। লাল গালিচায় তাঁর উপস্থিতি মানেই যেন ফ্যাশন জগতের এক নতুন সংলাপ। নিজস্ব নিয়মে চলা এই তারকা আবারও প্রমাণ করলেন আকর্ষণ কখনো অতিরিক্ত সাজে নয়, বরং আত্মবিশ্বাসে।
এমকে/টিএ