২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত প্যান ইন্ডিয়া সিনেমা হয়ে উঠছে ‘টক্সিক’। আর সেই উন্মাদনায় আরও রঙ ঢেলেছেন অভিনেত্রী রুক্মিণী বসন্ত। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে ‘কান্তারা’খ্যাত এই অভিনেত্রী বলেন, “‘টক্সিক’ এমন এক সিনেমা, যা ভারতের কোনো ভাষার চলচ্চিত্রেই আগে দেখা যায়নি। এটি কাঁচা, বহুস্তরীয় এবং এর মাঝেই লুকিয়ে আছে অসংখ্য আবেগ।”
গীতু মোহানদাস পরিচালিত ‘টক্সিক’-এ মুখ্য ভূমিকায় রয়েছেন যশ। সঙ্গে কিয়ারা আডভানি, নায়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত সব মিলিয়ে এটি এক তারকাখচিত আয়োজন। রুক্মিণী বসন্তর চরিত্রের বিস্তারিত এখনও গোপন রাখা হলেও, জানা গেছে তিনি ইতোমধ্যে ছবির একাধিক ধাপের শুটিং সম্পন্ন করেছেন।
আগে শোনা গিয়েছিল মুক্তি পিছিয়ে যেতে পারে, তবে প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশন নিশ্চিত করেছে সবকিছু পরিকল্পনামাফিক এগোচ্ছে এবং ‘টক্সিক’ মুক্তি পাবে আগামী ১৯ মার্চ ২০২৬ সালে। নির্মাতা গীতুর সাহসী দৃষ্টিভঙ্গি, অভিনয়শক্তিতে ভরপুর দল ও ঘরানা ভাঙা উপস্থাপনায় ‘টক্সিক’ ইতোমধ্যেই হয়ে উঠেছে কন্নড় তথা ভারতীয় সিনেমার নতুন প্রত্যাশার নাম।