ভারত দলে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি দীর্ঘ হচ্ছে চোটের কারণে। সেপ্টেম্বরে এশিয়া কাপে শেষবার দেশের জার্সি গায়ে শেষবার মাঠে নেমেছিলেন। তবে ভারতের সাবেক ব্যাটিং কোচ অভিষেক নায়ার মনে করেন, টি–টোয়েন্টি সংস্করণে ভারতের বর্তমান দলে হার্দিকের শূন্যতা এখন তেমন অনুভবই হচ্ছে না। কারণ হিসেবে তিনি দেখাচ্ছেন শিভম দুবের ধারাবাহিক অলরাউন্ড পারফরম্যান্সকে।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে কুইন্সল্যান্ডের কারারা ওভালে সিরিজের চতুর্থ টি–টোয়েন্টিতে ভারতের ৪৮ রানের জয়ে বড় ভূমিকা রাখেন শিভম দুবে। ব্যাট হাতে ১৮ বলে ২২ রান এবং বল হাতে গুরুত্বপূর্ণ দুই উইকেট—মিচেল মার্শ ও টিম ডেভিডকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
নায়ার জিওস্টারের ম্যাচ–পরবর্তী অনুষ্ঠানে বলেন,
‘আমরা সব সময় বলি, হার্দিক পান্ডিয়া ভারতের জন্য প্রয়োজনীয় অলরাউন্ডার। কিন্তু ম্যাচের পর ম্যাচ শিভম দুবে প্রমাণ করে যাচ্ছে, সেও হতে পারে সেই অলরাউন্ডার। হার্দিকের অনুপস্থিতি তেমন অনুভূতই হয় না—কারণ শিভম গুরুত্বপূর্ণ ওভার বল করে, বড় উইকেট নেয় এবং ব্যাটিংয়েও পরিস্থিতি অনুযায়ী অবদান রাখে।’
নায়ার আরও বলেন,
‘চতুর্থ টি-টোয়েন্টিতেও সে গুরুত্বপূর্ণ রান করেছে এবং অস্ট্রেলিয়া যখন গতি বাড়াতে চাইছিল, তখন দুটো বড় উইকেট তুলে নিয়েছে। তাকে হয়তো এখনো সেরা অলরাউন্ডার ট্যাগ দেওয়া হয়নি, কিন্তু একজন ভারতীয় অলরাউন্ডারের যা যা করা উচিত—সবই সে করছে।’
হার্দিক ফেরা এখনো অনিশ্চিত হলেও দুবের পারফরম্যান্স ভারত টিম ম্যানেজমেন্টকে দিচ্ছে নতুন বিকল্প। তার উপস্থিতিতে হার্দিকের অভাব ততটা অনুভব হচ্ছে না।
আরপি/টিকে