প্রাইম ভিডিওর ‘টু মাচ’-এ ফারাহ খান ও অনন্যা পাণ্ডে কাজল ও টুইংকলের সঙ্গে উপস্থিত হয়ে নস্টালজিয়া ও উত্তেজনার ঢেউ তুলেছেন। তারা ২০১০ সালের কাল্ট কমেডি ‘তিস মার খান’-এর সম্ভাব্য সিকুয়েলের সম্ভাবনা নিয়ে খেলার ছলে আলোচনা করেছেন। ফারাহ উল্লেখ করেন, ছবিটি জেনারেশন জেডের মধ্যে অপ্রত্যাশিতভাবে জনপ্রিয়তা পেয়েছে এবং বক্স অফিসে ৬৫ কোটি টাকার আয় করেছে।
অনন্যা পাণ্ডে উচ্ছ্বাসের সঙ্গে সম্ভাব্য সিকুয়েলে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ফারাহ হাস্যরসাত্মকভাবে বলেন, “হ্যাঁ, তুমি ক্যাটরিনার ছোট বোন হতে পারো!” যার পর উপস্থিত সবাই হাসির রোল খুলে পড়ে।
যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, তিস মার খান ২ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা শুরু হয়ে গেছে। অনন্যাকে গ্ল্যামার ও কৌতুকময় চরিত্রে কল্পনা করতে শুরু করেছে দর্শকরা। এছাড়া অনুষ্ঠানে ফারাহ তার ইউটিউব হ্যাসল, মাতৃত্ব ও এক পরিচালক সঙ্গে বেড শেয়ারিংয়ের মজার অভিজ্ঞতার গল্প শেয়ার করেন, যা শো-এর সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে।
এমকে/টিএ