ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কংগ্রেসের নির্বাচনে সাউথ কোরিয়ান প্রতিদ্বন্দ্বী থমাস হানকে ২৯-৯ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন। আগামী চার বছরের জন্য এশিয়ান আর্চারির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রাজীব।
শনিবার ঢাকায় শুরু হয়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। এদিন দুপুরের পর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এশিয়ান আর্চারি কংগ্রেস এবং রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা ১৫ মিনিট থেকে ৪টা পর্যন্ত অনলাইনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ৩৮ জন ভোটার অংশগ্রহণ করেছিলেন।
টানা পাঁচবারের এবং বর্তমান প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ার চুং ইউ সান এবার নির্বাচন করেননি। ২০০৫ সাল থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। এবারের নির্বাচনে প্রার্থী হননি তিনি।
বাংলাদেশের আর্চারির প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দীন চপল সংগঠক হিসেবে অভিজ্ঞ। বর্তমানে ওয়ার্ল্ড আর্চারির ইলেকটোরাল বোর্ডের সদস্য এবং দুই মেয়াদে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া এশিয়ান আর্চারির এবারের আসরের লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
টিকে/