চোর সন্দেহে যুবদল নেতাকে ধাওয়া, গণপিটুনিতে ভেঙ্গে গেল পা!

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় হামিদুল ইসলাম (৩৫) নামে এক যুবদল নেতাকে চোর সন্দেহে ধাওয়া দিয়ে পিটিয়ে তার বাঁ পা ভেঙে দিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের ত্রিশুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে শনিবার (৮ নভেম্বর) সকালে পুলিশ তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হামিদুল ইসলাম (৩৫) বোদা উপজেলার নতুনহাট দক্ষিণ শালশিরি এলাকার বাসিন্দা এবং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা। পাশাপাশি তিনি কামারহাট বণিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।

স্থানীয়রা জানান, হামিদুল ইসলাম ৮ নম্বর ওয়ার্ড কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন। তবে দলের দায়িত্বশীলরা দাবি করছেন তিনি কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে ওই গ্রামের ভবেশ চন্দ্র রায়ের বাড়ির একটি ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন হামিদুল। শব্দ পেয়ে বাড়ির লোকজন জেগে উঠে ধাওয়া দিলে তিনি পালিয়ে যাওয়ার সময় বাড়ির পাশের খালে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে আটক রাখেন। পরে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয় ভবেশ চন্দ্র রায় জানান, ঘটনার পর আমি থানায় মামলা করতে গিয়েছিলাম। পুলিশ বলেছে, তিনি অসুস্থ, চাইলে পরে মামলা করতে পারবো। তাই আপাতত সমঝোতার জন্য পুলিশ আমার কাছ থেকে স্বাক্ষর করে নিয়েছে। তবে অন্য এলাকার একজন মানুষ রাতে আমার ঘরে ঢুকবে কেন- এটাই আমার প্রশ্ন?

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির বলেন, ‘আহত যুবকের বাম পায়ের একাধিক স্থানে ফ্র্যাকচার হয়েছে। ডান হাতেও আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার বলেন, ‘চোর সন্দেহে ওই যুবককে স্থানীয়রা মারধর করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুরে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আপাতত কোনো অভিযোগ করা হয়নি। বাদী এ ঘটনায় অভিযোগ করবেন না বলে লিখিত দিয়েছেন।’

বোদা উপজেলা ঝলই শালশিরি ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মানিক বলেন, ‘হামিদুল আমাদের ওয়ার্ড কমিটির সদস্য। কোনো গুরুত্বপূর্ণ পদে নেই। শুনেছি তিনি রাতে একটি বিয়ে বাড়ি থেকে ফেরার পথে এক নারীর সঙ্গে দেখা করতে যান। সেখানেই স্থানীয়রা চোর সন্দেহে তাকে মারধর করেন।’


টিকে/

Share this news on:

সর্বশেষ

img
রাজামৌলির পর সন্দীপ রেড্ডির সঙ্গে মহেশ বাবু, আলোচনায় নতুন চমক Dec 25, 2025
img
দলের প্রয়োজনে যেখানে খেলা উচিত খেলব: মিরাজ Dec 25, 2025
img
মনে হয় রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত : আখতার হোসেন Dec 25, 2025
img
‘সিক্রেট সান্তা’ হয়ে পথশিশুদের মুখে হাসি ফোটালেন জ্যাকলিন Dec 25, 2025
img
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত Dec 25, 2025
img
সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান Dec 25, 2025
img
লেনিন থেকে ম্যান্ডেলা, বিশ্বনেতারা দেশে ফিরেছিলেন ইতিহাস গড়ে! Dec 25, 2025
img
আড়ালে থেকেও যেভাবে নেতৃত্বে ফেরেন পর্দার নেতারা Dec 25, 2025
img

নাটোর-১

ধানের শীষের প্রার্থী পুতুলের বিপক্ষে ভাই রাজনের মনোনয়নপত্র সংগ্রহ Dec 25, 2025
img
সমাবেশ শেষে সদরঘাটে ঘরমুখী বিএনপি নেতাকর্মীদের ঢল Dec 25, 2025
img
৮০ হাজার অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের Dec 25, 2025
img
ফেসবুকে অনুদানের হিসাব প্রকাশ করলেন তাসনিম জারা Dec 25, 2025
img
তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের সোহেল Dec 25, 2025
img
এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান Dec 25, 2025
চিপ শিল্পে পশ্চিমাদের টেক্কা দিতে চীনের নিজস্ব ‘ম্যানহাটান প্রকল্প Dec 25, 2025
নির্বাসন কাটিয়ে দেশে ফিরে ইতিহাস গড়া চার বিশ্বনেতা Dec 25, 2025
img
তারেক রহমানের সাথে চসিক মেয়র ডা. শাহাদাতের সৌজন্য সাক্ষাৎ Dec 25, 2025
img
এরচেয়ে বেশি লোক হয়েছিল, আমাদের নেত্রীকে বিদায় দিতে : আবু হেনা রনি Dec 25, 2025
img
চট্টগ্রামের হয়ে অধিনায়কত্ব করবেন শেখ মাহেদী Dec 25, 2025
img
মাত্র ৩০ আসনে এনসিপি জামায়াতের সঙ্গে জোটে গেলে ব্যাপারটা আত্মঘাতী : রিফাত রশিদ Dec 25, 2025