শেষ পাঁচ দিনে তৃতীয়বার নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি গেল শেষ ওভারে। আর টানা দ্বিতীয়বার ব্যাটিং ধস সামলে ক্যারিবিয়িানরা ঘুরে দাঁড়ালো, কিন্তু কাইল জেমিসন শেষ ওভারে দায়িত্ব নিয়ে সফল হলেন। নেলসনে ব্ল্যাক ক্যাপদের ৯ রানের জয়ে রাখলেন অবদান।
তৃতীয় টি-টোয়েন্টি জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে থাকল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের একপেশে জয়ে ম্যাচ শেষ হতে পারত। কিন্তু রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার ধ্বংসস্তুপ থেকে ক্যারিবিয়ানদের টেনে তোলেন। ৮৮ রানে ৮ উইকেট পড়ার পর নবম উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড ৭৮ রানের জুটি এনে দেন তারা দুজনে।
শেষ দুই ওভারে লক্ষ্য তারা ২৪ রানে নামিয়ে এনেছিলেন। শেষের আগের ওভারে টানা ছয়-চার মেরে নিউজিল্যান্ডকে ভয় ধরিয়ে দেন শেফার্ড। তবে শেষ বলে জ্যাকব ডাফি ফিরতি ক্যাচে স্প্রিঙ্গারকে (৩৯) ফেরালে ম্যাচ ঘুরে যায় স্বাগতিকদের দিকে।
শেষ ওভারে ১২ রান দরকার ছিল। জেমিসন নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২ রান দিয়ে শেষ বলে শেফার্ডকে ৪৯ রানে নিজের শিকার বানান। ইশ সোধি ও ডাফি দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন ভেঙে দিয়েছিলেন। ১৬৮ রানে তাদের অলআউট করতে তিনটি করে উইকেট নেন।
এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড ৯ উইকেটে ১৭৭ রান করে। ডেভিড কনওয়ে ৩৪ বলে ৬ চার ও ২ ছয়ে ৫৬ রান করেন। ড্যারিল মিচেল ২৪ বলে ২ চার ও ৩ ছয়ে ৪১ রান করেন। প্রথম দুই উইকেটে টিম রবিনসন ও রাচিন রবীন্দ্রকে নিয়ে ৪৭ ও ৫০ রানের জুটি গড়েন কনওয়ে। শেষ দিকে নিউজিল্যান্ডের ব্যাটাররা ছন্দ হারায়। ৯ উইকেটের শেষ ৬টি পড়ে ৩১ রানে।
এসএস/টিকে