হংকং সিক্সেসের রোমাঞ্চকর এক ম্যাচে অস্ট্রেলিয়াকে এক রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। রবিবার মং ককের মিশন রোড গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে টানটান উত্তেজনার শেষটা হাসিমুখেই শেষ করেছে ‘ম্যান ইন গ্রিন’।
প্রথমে ব্যাট করে পাকিস্তান ছয় ওভারে ২ উইকেটে ১২১ রান তোলে। উদ্বোধনী জুটিতে ঝড় তোলেন আবদুল সামাদ ও উইকেটকিপার-ব্যাটার খাজা নাফে। দু’জনের ১০৯ রানের দারুণ পার্টনারশিপ দলকে উড়ন্ত সূচনা দেয়। সামাদ ১৩ বলে ৩৪ রান করেন, আর নাফে খেলেন ১৪ বলে ৫০ রানে দুর্দান্ত ইনিংস।
জবাবে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ৬ ওভারে ৫ উইকেটে ১২০ রানে থেমে যায়। শুরুতেই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে তারা, শেষ দিকে কিছুটা লড়াই করলেও জয়ের দেখা পায়নি।
শহীদ আজিজ ১৩ রান খরচায় জ্যাক উডকে আউট করে পাকিস্তানকে এনে দেন প্রথম সাফল্য। অধিনায়ক অ্যালেক্স রস ৮ বলে ৩৬ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। ক্রিস গ্রীন খেলেন ১২ বলে ৪৬ রানের দুর্দান্ত ইনিংস। পাকিস্তানের পক্ষে শহীদ আজিজ, মোহাম্মদ শেহজাদ ও অধিনায়ক আব্বাস আফ্রিদি একটি করে উইকেট নেন।
এসএস/টিকে