রাশমিকা মান্দান্না সম্প্রতি তার অভিনীত ছবি ‘দ্যা গার্লফ্রেন্ড’ নিয়ে এক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন, যা তার ভক্তদের মনে এক নতুন ধরনের উচ্ছ্বাস জাগিয়েছে। ‘ন্যাশনাল ক্রাশ’ খ্যাত এই অভিনেত্রী ছবির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ককে তুলে ধরে লিখেছেন, কিভাবে চলচ্চিত্রের গল্প ও চরিত্র তাকে আবেগে ভাসিয়েছে এবং অপ্রত্যাশিতভাবে নিজেকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করেছে।
রাশমিকা তাঁর চরিত্র ভূমাকে তার ক্যারিয়ারের সবচেয়ে বিশেষ ভূমিকা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “এটা বেশিরভাগ ক্ষেত্রেই আমি নিজেই। ভূমার চরিত্রে অভিনয় করে আমি নিজের সম্পর্কে কিছুটা বেশি বোঝার সুযোগ পেয়েছি।” পরিচালক রাহুল রাভীন্দ্রনের গল্প বলার ধারাবাহিকতা এবং সংবেদনশীলতার প্রশংসা করেছেন তিনি। রাশমিকা লিখেছেন, “আপনি পৃথিবীকে যে দৃষ্টিতে দেখেন, সেটা সত্যিই অসাধারণ।”
ছবির সহ-অভিনেতা ধীকশিত শেট্টি ও অনু এম্মানুয়েল, সঙ্গীত পরিচালক হেসাম আব্দুল ওয়াহাব এবং প্রযোজনা প্রতিষ্ঠান গীতা আর্টসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
দ্য গার্লফ্রেন্ড ইতিমধ্যেই সমালোচকদের প্রশংসা ও পুরস্কারপ্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে। রাশমিকার এই খোলামেলা ও আন্তরিক মন্তব্য ভক্তদের মনে নতুন করে বোঝাতে চায় যে, কোনো চরিত্র কখনো কখনো কেবল গল্পের অংশ নয়, বরং আত্মার একটি প্রতিবিম্ব।
আরপি/টিকে