৩০ অক্টোবর থেকে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। পাঁচ দিন অনুশীলনের পর ৫ নভেম্বর ২৭ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাফুফে। আজ দুপুরে ক্যাম্পে যোগ দিচ্ছেন বসুন্ধরা কিংসের কিউবা মিচেল ও ফর্টিসের মোরশেদ আলী।
ইংল্যান্ডের সান্ডারল্যান্ড ক্লাবে ছিলেন কিউবা। তাকে বাংলাদেশের জার্সিতে খেলানোর ব্যাপারে আলোচনা শুরু হয়েছিল জুনের উইন্ডো থেকেই। পাসপোর্ট ও অন্য আনুষ্ঠানিকতা না হওয়ায় তাকে ডাকেননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। কিউবা বসুন্ধরা কিংসে আসার পরও সেপ্টেম্বর ও অক্টোবর উইন্ডোতে জাতীয় দলে ডাক পাননি। দল ঘোষণার আগের দিন ক্যাবরেরা বলেছিলেন, কিংসে অনিয়মিত ও বেশি গেম টাইম না পাওয়ায় তাকে দলে নেওয়া হয়নি। এমন বক্তব্যের চার দিন পর আবার তার ডাক পড়ল।
কিংসের কিউবার পাশাপাশি মোরশেদও ডাক পেয়েছেন। মোরশেদ অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে ছিলেন এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইয়ের জন্য। দশ দিন পর দুই ফুটবলারের ডাক পাওয়ার কারণ হিসেবে দলীয় সূত্রে জানা গেছে, ফরোয়ার্ড ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত ইনজুরিতে রয়েছেন। তাদের ইনজুরি রিপোর্ট সন্তোষজনক না হওয়ায় বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। এজন্যই কিউবা ও মোরশেদ দলে আসলেন।
জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ চলছে। এজন্য জাতীয় ফুটবল দল আজ বিকেলে কিংস অ্যারেনায় অনুশীলন করবে। ৫-৮ নভেম্বর জাতীয় ফুটবল দলের অনুশীলনে মিডিয়ার প্রবেশাধিকার ছিল না। আজ হেড কোচ ক্যাবরেরা ১৫ মিনিটের জন্য মিডিয়া সেশন রেখেছেন।
আইআর/টিকে