এবারের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা একটি মাত্র ম্যাচই খেলবে, ১৪ নভেম্বর ওই ম্যাচে প্রতিপক্ষ আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা। এই ম্যাচের জন্য লিওনেল স্ক্যালোনি গত শুক্রবার দল ঘোষণা করেছিলেন। তার ২৪ সদস্যের দলে এনজো ফার্নান্দেজ একজন।
দলে থাকলেও ফার্নান্দেজ অ্যাঙ্গোলার বিপক্ষে খেলতে পারবেন না বলে জানালেন। এই সিদ্ধান্তটি চেলসিকে গুরুত্ব দিয়ে, তাছাড়া সম্পতি চোটসংক্রান্ত জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন বলেও জানালেন। তাকে বিশ্রামে থাকার পরামর্শ ক্লাবের মেডিকেল টিমের।
চোটসংক্রান্ত জটিলতার কথা বললেও ফার্নান্দেজ গতকালও উলভসের বিপক্ষে ম্যাচে প্রায় শেষ পর্যন্ত খেলেছেন। ৩-০ গোলে জয়ের পর সম্প্রচার মাধ্যমকে তিনি বলেন, ‘আমি আর্জেন্টিনার সঙ্গে থাকতে পারব না। মেডিকেল টিমের সঙ্গে কথা বলছি। গত চার মাস ধরে হাঁটুতে সমস্যা হচ্ছে। হাড়ে ফোলাভাব আছে, বিগত দিনগুলোতে অবস্থা আরও খারাপ ছিল।
অনেক ম্যাচ খেলতে হচ্ছে। কোচিং স্টাফ বিশ্রামের সিদ্ধান্ত দিয়েছে। কারণ সময় কম, সামনে অনেক খেলা।... আমি মনে করি হাঁটুর জন্য এই দুই সপ্তাহ বিশ্রাম সেরা সিদ্ধান্ত। গত সপ্তাহে আমি অনেক ব্যথা সহ্য করেছি এবং এখানকার সবাই এটা জানে। এই দুই সপ্তাহে আমাকে যতটা সম্ভব সুস্থ হয়ে উঠতে হবে।’
মুন্ডো আলবিসেলেস্তের খবর, এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার সঙ্গে অ্যাঙ্গোলা সফরও করবেন না। এর মানে এক প্রকার স্কোয়াড থেকে নিজের নাম সরিয়ে নেওয়া। যদিও চেলসি মিডফিল্ডার এই সিদ্ধান্ত কোচের সঙ্গে আলোচনা করে নিয়েছেন কি না, তা জানা যায়নি।
আলোচনা না করলে স্ক্যালোনির অখুশি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। খেলা থাকায় আর্জেন্টাইন লিগে খেলা ফুটবলারদের এই স্কোয়াডে তিনি ডাকতে পারেননি। গত উইন্ডোতে খেলা স্কোয়াডের লিয়েন্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), গঞ্জালো মন্টিয়েল ও লাউতারো রিভেরো (রিভার প্লেট) এবং মার্কাস আকুনা নেই। ফলে প্রথমবারের মতো ডাকতে হয়েছে জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি এবং ম্যাক্সিমো পেরোনে।
আর্জেন্টিনার এই ম্যাচটি আয়োজন করবে অ্যাঙ্গোলার রাজধানী শহর লুয়ান্ডা। অ্যাঙ্গোলা এই ম্যাচটি খেলবে স্বাধীনতা দিবস উপলক্ষে। ১১ নভেম্বর তাদের স্বাধীনতা দিবস। পর্তুগিজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ে ১৯৭৫ সালের এই দিনে স্বাধীন হয়েছিল তারা। এমন গুরুত্বপূর্ণ সময়ে লুয়ান্ডা সমর্থকদের মেসিদের খেলা দেখার সুযোগ করে দিচ্ছে।
এসএস/টিকে