ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস (ডাকসু) ও ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ বলেছেন, আমরা যে কাজই করি না কেন, কারো না কারো কলিজায় লাগে। কেউ কষ্ট পায়, কেউ আবার সমালোচনা করে। কিন্তু তাদের সমালোচনা এত নগ্নভাবে হয় যে, মনে হয় ছাত্রশিবির যাই করুক, তার বিরোধিতা করাই তাদের কাজ।
রোববার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির অডিটোরিয়ামে ছাত্রশিবিরের উদ্যোগে সৃজনশীল ও আকর্ষণীয় নববর্ষ প্রকাশনা সামগ্রী ২০২৬-এর মোড়ক উন্মোচন ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম ফরহাদ বলেন, ডাকসু ও ছাত্রশিবিরের পক্ষ থেকে আমরা যত ভালো কাজই করি না কেন, কিছু মানুষ তাতে বিব্রত হয়ে সমালোচনা করে। তারা খুঁজে বেড়ায় কোন জায়গা থেকে এর বিরোধিতা করা যায়। মনে হয় ছাত্রশিবিরের সব কিছুতে ভুল খুঁজে বের করাই তাদের কাজ। অথচ যদি তারা গঠনমূলক সমালোচনা করত, তাহলে আমরা তা ইতিবাচকভাবে গ্রহণ করতাম। কিন্তু শুধু বিরোধিতা ও অপপ্রচার চালানোর মানসিকতা একেবারেই ভুল। আমি বিশ্বাস করি, বর্তমান প্রজন্ম, নারী-পুরুষ নির্বিশেষে সবাই এখন এসব ভালোভাবেই বুঝতে পারছে। তাদের অপপ্রচার ও মিথ্যা প্রচারণায় ইনশাআল্লাহ আমরা থেমে থাকব না।
তিনি আরও বলেন, আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আমাদের জন্য দোয়া চাই। ছাত্রশিবিরের অগ্রযাত্রা ২০২৫-এ এসে থেমে নেই, বরং চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বড় বিজয়ের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সারা পৃথিবীতে বাংলাদেশকে একটি মর্যাদাবান জাতি হিসেবে তুলে ধরাই আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ আমরা সেই পথেই অগ্রসর হচ্ছি।
মোড়ক উন্মোচন ও প্রদর্শনী প্রসঙ্গে ডাকসুর জিএস বলেন, আগে আমাদের অনুষ্ঠানগুলো ছোট রুমে, গোপনে করতে হতো। কারণ জানাজানি হলে গ্রেপ্তারের ঝুঁকি ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, এখন আমরা খোলামেলা বড় পরিসরে আয়োজন করতে পারছি। ছাত্র সংসদের চারটি বিজয়ের মধ্যে সবকয়টি আমরা শিক্ষার্থীদের ভোটে অর্জন করেছি। শিক্ষার্থীরা আমাদের প্রতি যে আস্থা ও বিশ্বাস দেখিয়েছে, তার প্রতিদান দিতেই আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ সেই আস্থার প্রতিফল আমরা দিতে পারব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খানসহ সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও বিশ্ববিদ্যালয় নেতারা।
আরপি/টিকে