চট্টগ্রামের মুরাদপুরে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। সেখান থেকে তিন ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী মুরাদপুর এলাকায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে থেকে একটি মিছিল বের করে।
খবর পেয়ে পাঁচলাইশ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দেয়। ঘটনাস্থল থেকে হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করলেও বাকিরা পালিয়ে যায়।
গ্রেপ্তার তিনজন হলেন- পাঁচলাইশের আজিজুল হক বাবুলের পুত্র আনোয়ারুল হক ঈশান (১৭), একই এলাকার প্রদীপ চন্দ্র দাশের ছেলে রাজন দাশ (১৯) ও প্রিয় লাল চন্দ্র ভৌমিকের ছেলে সৈকত চন্দ্র ভৌমিক (১৯)।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান দেশের একটি গণমাধ্যমকে বলেন, মিছিল থকে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এমকে/এসএন