শেষ সফল জুটি আমরাই, দর্শকের কাছে ক্রেজ আলাদা : বাপ্পী চৌধুরী

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে চলচ্চিত্র অভিষেক হয়েছিল বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহির। এরপর তারা একসঙ্গে প্রায় একডজন সিনেমায় অভিনয় করে দর্শকদের পরিচিতি পেয়েছিলেন। জুটি হিসেবেও বেশ প্রতিষ্ঠা পায়। সর্বশেষ দুজনকে দেখা গিয়েছিল ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমায়। এটি মুক্তি পায় ২০১৬ সালে। কিন্তু এর পর থেকে দুজনেই চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন।

প্রায় নয় বছর পর যুক্তরাষ্ট্রে গেল অক্টোবরে আবার একসঙ্গে দেখা যায় বাপ্পী-মাহিকে। চিত্রনায়ক কাজী মারুফের বাসায় গত মঙ্গলবার তার বিবাহবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ বছর পর মুখোমুখি হন বাপ্পি ও মাহি। পুরোনো সহশিল্পীকে কাছে পেয়ে দুজনেই আবেগাপ্লুত হয়ে পড়েন। আড্ডায় মেতে ওঠেন, স্মৃতিচারণ করেন এবং খুনসুটিতেও দেখা যায় তাদের।

মাহির সঙ্গে আপনাকে দেখে অনেকে ধারণা করেছিলেন নতুন ছবির খবর আসছে। এ প্রসঙ্গে বাপ্পী বলেন, বাংলাদেশের চলচ্চিত্রে শেষ সফল জুটি আমরাই। একসঙ্গে দশটির মতো ছবি করেছি। নব্বই শতাংশই কিন্তু ব্যবসাসফল। এখনো এই প্রজন্মের দর্শকের কাছে আমাদের ক্রেজ আলাদা।

যুক্তরাষ্ট্রে সাক্ষাৎ প্রসঙ্গে বাপ্পী বলেন, আমরাও চাই আবার দর্শকের কাছে ফিরতে। মাহি বলেছিল, যত দ্রুত সেটা বাস্তবায়ন করা যায়। আমি এর পরেরবার আমেরিকায় গিয়ে এক মাসের বেশি সময় থাকলে দুজনে একটা ছবি করব। নির্মাতা ওখানকারই থাকবে। তা ছাড়া অনেক শিল্পীই তো আমেরিকায় স্থায়ী হয়েছেন। কাজী মারুফ ভাই থেকে শুরু করে মৌসুমী আপু, মিশা সওদাগর ভাই পুরো ছবি ওখানে শেষ করতে অসুবিধা হবে না। বলতে পারেন এটা নিয়ে পরিকল্পনাও করেছি আমরা।



অনেকে বলছে বাপ্পীকে কেউ আর সিনেমায় নিচ্ছে না! এ প্রসঙ্গে এই নায়ক বলেন, কে বলেছে ডাকছেন না! গত দেড় বছর আমি নিজে থেকেই চলচ্চিত্র থেকে দূরে আছি। মা অসুস্থ হওয়ার পর ছয় মাস তার সেবা করেছি, কিন্তু শেষ পর্যন্ত মাকে বাঁচাতে পারিনি। এখনো সেই শোক কাটিয়ে উঠতে পারিনি। ক্যামেরার সামনে রোমান্স করার মতো স্বাভাবিক অবস্থায় ফেরেনি মন। তবু চারটি ছবির প্রস্তাব আছে। নির্মাতাদের বলেছি, আরও কয়েক মাস সময় চাই। তারাও সম্মতি দিয়েছেন।’

কেন নিজেকে আড়ালে রেখেছেন, জবাবে বাপ্পী বলেন, সময়টা বদলে গেছে। এখন সবাই সস্তা ভিউয়ের পেছনে ছুটছে। অন্যের মাথা বিক্রি করে কনটেন্ট বানাচ্ছে। এসবের মধ্যে থাকতে চাই না। তারপরও দেখি, আমাকে নিয়ে মনগড়া খবর বানানো হয়। কেন জানি না! চলচ্চিত্রে এক যুগ পার করেছি, ৩৫টির মতো ছবিতে কাজ করেছি। আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। তাই ভেবেছি, যতটা আড়ালে থাকা যায় ততটাই ভালো।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভোটের প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ Nov 11, 2025
img
পিছিয়ে গেল বিপিএলের নিলাম Nov 11, 2025
img
ক্ষুদে ফুটবলার সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেয়া হবে : ক্রীড়া উপদেষ্টা Nov 11, 2025
img
এনসিপির কার্যালয়ের সামনে ৪টি ককটেল বিস্ফোরণ, একজনকে গণপিটুনি Nov 11, 2025
img
প্রাথমিকে শারীরিক শিক্ষা এবং সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন কেন অবৈধ নয় : হাইকোর্ট Nov 11, 2025
“ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে নায়ক হয়েছি Nov 10, 2025
আসিফের উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া, বললেন মামুনুল Nov 10, 2025
img
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রেম চোপড়া Nov 10, 2025
img
‘রাষ্ট্র যেখানে ব্যর্থ, রাজপথই সেখানে ফয়সালা’ Nov 10, 2025
img
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির Nov 10, 2025
img
জারিনের স্মরণ সভায় গিয়ে দুর্ঘটনার কবলে জিতেন্দ্র Nov 10, 2025
img
দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ১৩ Nov 10, 2025
img
বদলে যাচ্ছে বিপিএল নিলামের তারিখ Nov 10, 2025
img
মুশফিকের ৯৯তম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ Nov 10, 2025
img
পরিস্থিতির কারণে শাকিবের সঙ্গে বিয়ের কথা গোপন রাখা হয়েছিল, জানালেন অপু বিশ্বাস Nov 10, 2025
img
প্লট-ফ্ল্যাট হস্তান্তরে লাগবে না কোনো কর্তৃপক্ষের অনুমতি Nov 10, 2025
রাবি রেজিস্ট্রার অফিসে বিএনপির সভার অভিযোগ Nov 10, 2025
''জুলাইকে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন হিসেবে দেখতে চাইনা'' Nov 10, 2025
পুলিশের দাবি ঢাকায় গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী Nov 10, 2025
img
এনসিপি জোটবদ্ধ নির্বাচন করবে না: হাসনাত আবদুল্লাহ Nov 10, 2025