বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তির খবরের রেশ কাটতে না কাটতেই এবার গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন আরেক কিংবদন্তি অভিনেতা প্রেম চোপড়া। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে এ অভিনেতাকে ভর্তি করা হয়েছে।
গত শনিবার (৮ নভেম্বর) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৯০ বছর বয়সী এই অভিনেতা। শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকলে সময় নষ্ট না করে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, প্রবীণ অভিনেতা ফুসফুসে সংক্রমণজনিত জটিলতা ও সামান্য হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছেন।
তবে স্বস্তির খবর হলো, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি এখন শঙ্কামুক্ত। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেম চোপড়াকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়নি। তিনি এখন জেনারেল ওয়ার্ডেই চিকিৎসাধীন। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
হাসপাতালের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, প্রয়োজনীয় সব পরীক্ষার ফলই সন্তোষজনক এসেছে এবং অভিনেতার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। সঠিক চিকিৎসা চললে আগামী তিন থেকে চার দিনের মধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বলে আশা করা হচ্ছে। এই মুহূর্তে পরিবার ও ঘনিষ্ঠজনেরা তার পাশে আছেন।
অভিনেতার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, প্রেম চোপড়া এখন অনেকটাই ভালো আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন। তারা অনুরাগীদের কাছে দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন, একইসঙ্গে কোনো ধরনের গুজব না ছড়ানোর আহ্বানও জানিয়েছেন।
ছয় দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে কাজ করছেন প্রেম চোপড়া। বলিউডের ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও সফল এই খলনায়ক ‘উপকার’, ‘কাটি পতঙ্গ’, ‘জঞ্জির’, ‘ববি’ এবং ‘দো রাস্তা’-র মতো অসংখ্য ব্লকবাস্টার ছবিতে অভিনয় করে দর্শকের মনে গভীর ছাপ ফেলেছেন।
ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় ২৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। পুরস্কারেও ভূষিত হয়েছেন বহুবার। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছাবার্তা ও দ্রুত আরোগ্যের কামনা ভেসে আসছে।
টিএম/এসএন