সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, আওয়ামী লীগের ভোটাররা এই মুহূর্তে আল্লাহর মালে পরিণত হয়ে গেছেন। দুনিয়াতে তাদের কোনো অভিভাবক নেই। কোনো মুরুব্বি নেই। কোনো রক্ষাকর্তা অধিকর্তা নেই।
একমাত্র আল্লাহ যখন তার কোনো বান্দার জিম্মাদার হয়ে পড়েন ঠিক সেই সময়টাতে আমরা তাদেরকে আল্লাহর মাল বলি। এই কথাগুলোর সঙ্গে বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মী বা ভোটারদের সম্পর্ক।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
গোলাম মাওলা বলেন, আওয়ামী লীগের যারা পালিয়ে আছেন শীর্ষ নেতা কিংবা যে সকল পাতি নেতা এলাকাতে আছেন পালাননি, তারা বিএনপি বা জামাতের সঙ্গে একটা নেগোসিয়েশন করে আছেন। তাদের কাছে নেতাকর্মীরা যদি কিছু বলতে যায় তারা বলে একটু চুপ করে থাকো। দেখো না নিঃশ্বাস নিতে পারছি না। আমার নিজেরই ছয় ধারের নয় ধার নেই।
রনি বলেন, যারা সাধারণ ভোটার তারা দিক-বিদিক ঘুরে বেড়াচ্ছে। যেহেতু তাদের এই মুহূর্তে ক্ষমতা নেই তারা কোনো একটা জায়গা থেকে স্ট্রংলি দাঁড়াতে পারছে না। তারা রাতের আঁধারে একজনকে কথা দিচ্ছে। দিনে একজনকে কথা দিচ্ছে।
রনি আরো বলেন, আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা ঠিক কীভাবে কাজ করবে এটা এখন বলা যাচ্ছে না। তারা কি শেখ হাসিনার কথা মত ভোট বর্জন করবেন? অথবা আওয়ামী লীগ যদি ভোটে না আসে তারাও ভোট কেন্দ্রের দিকে যাবেন না, এই শক্তি সমর্থ আসবে? এটা একেবারে বাদ দেওয়া যাচ্ছে না।
এর কারণ হলো আজ থেকে ১৪ মাস আগে আওয়ামী লীগের যে অবস্থা ছিল সেটি ক্রমান্বয়ে নিউট্রালাইজ হতে হতে এখন আওয়ামী লীগের ব্যাপারে অনেক পজিটিভ কথাবার্তা সারা বাংলাদেশে হচ্ছে।
ইএ/টিকে