রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী দুই তিন দিনের মধ্যে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে কি না দেশে, বিশেষ করে ঢাকায়।
তিনি বলেন, জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের আগামী কর্মসূচি দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করতে পারে। বিশেষ করে ঢাকায় আগামী ১১ নভেম্বরের সমাবেশকে কেন্দ্র করে তিনি ঝুঁকির ইঙ্গিত দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেন, রাজনৈতিক দলের জন্য রাজপথকে সমাধানের জায়গা এই মুহূর্তে করে ফেলা সঠিক হচ্ছে কি না।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল জাহেদস টেইক-এ এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সমাবেশ করায় স্বাভাবিকভাবে সমস্যা হওয়ার কথা না। তবে যে ধরনের দাবি এবং আল্টিমেটাম নিয়ে তারা মাঠে নেমেছেন, তা পরিকল্পিতভাবে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে। কিছু ঘটনা ইতিমধ্যেই ঘটেছে, যেমন ভোরবেলা দুইটি বাসে আগুন লাগানো, যা সাইকোলজিক্যাল প্রভাব ফেলতে পারে।
নির্বাচন ও রাজনৈতিক সংস্কারের পথে এই ধরনের অস্থিরতা বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
তিনি আরো বলেন, জামায়াতের এই কর্মসূচি আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচির খুব কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হচ্ছে। এই তারিখটি গুরুত্বপূর্ণ কারণ আইসিটিতে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে।
আরপি/টিকে