ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শিউরে উঠছে গোটা ভারত। যে ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১২ জনে ঠেকেছে। কিন্তু কীভাবে দিল্লির রাজপথে ভরা সন্ধ্যায় এমন ঘটতে পারে, তা নিয়ে ঘুরছে এখন সকলের মনে প্রশ্ন।
জানা গেছে, বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়িটি লালকেল্লার অদূরে মসজিদের কাছে প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে ছিল। সেখান থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই বিস্ফোরণ হয়। তাই বার বার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বলি তারকারাও এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।
রাভিনা ট্যান্ডন সমাজমাধ্যমে লিখেছেন, “দিল্লি বিস্ফোরণে যে পরিবারগুলি প্রিয়জনদের হারাল, তাদের প্রতি সমবেদনা রইল। সাংঘাতিক ঘটনা।”
এই পরিস্থিতিতে মানুষকে পরস্পরের পাশে থাকার বার্তা দিয়েছেন সোনু সুদ। অভিনেতা লিখেছেন, “দিল্লির লালকেল্লার পাশে বিস্ফোরণের ঘটনায় যারা বিপর্যস্ত হলেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। নিহত ও তাদের পরিবারের পাশে থাকি, চলুন। এই সময়ে পরস্পরের পাশে থাকতে হবে। শান্তি বজায় রাখতে হবে।”
রণবীর কাপুরের বোন ঋদ্ধিমা কাপুর এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন। দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন। তিনি লিখেছেন, “যারা প্রাণ হারালেন তাদের পরিবার এবং আহতদের প্রতি আমি সমব্যথী। নিহতদের জন্য প্রার্থনা করছি। বিস্ফোরণের ঘটনায় ভেঙে পড়েছি। দোষীরা যেন কড়া শাস্তি পান।”
বলিউড থেকে সিদ্ধার্থ মালহোত্রা শোকপ্রকাশ করেছেন। নেহা শর্মা এবং বিনীত কুমার সিংহও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছেন।
সূত্রের খবর, বিস্ফোরণে উড়ে যাওয়া ওই আই২০ গাড়িটির নম্বরপ্লেট হরিয়ানার। গাড়িটির রেজিস্ট্রেশন রয়েছে মোহম্মদ সালমান নামে এক ব্যক্তির নামে। তাকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে খবর, জেরায় সালমান দাবি করেছেন তিনি এখন আর ওই গাড়ির মালিক নন।
টিএম/এসএন