দীর্ঘ আট মাস অসুস্থ থাকার পর সুস্থ হয়ে আবারও মসজিদুল হারামে ইমামতি শুরু করতে যাচ্ছেন ইমাম শাইখ ড. ফয়সাল বিন জামিল আল গাজ্জাওয়ি। অসুস্থতার কারণে তিনি গত কয়েক মাস ধরে ইমামতির দায়িত্ব থেকে বিরত ছিলেন।
সৌদি আরবের পবিত্র দুই মসজিদের বিষয়ক সাধারণ প্রেসিডেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, শাইখ ফয়সাল আল গাজ্জাওয়ি আগামীকাল শুক্রবার আসরের নামাজ থেকে শনিবার পর্যন্ত ইমামতি করবেন। এই সময় তিনি মুসল্লিদের ইমামতি করে কুরআনের মনোমুগ্ধকর তিলাওয়াত শোনাবেন।
শাইখ ড. ফয়সাল আল গাজ্জাওয়ি মসজিদুল হারামের সিনিয়র ইমামদের একজন এবং উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার কণ্ঠে কুরআনের তেলাওয়াত বিশ্বের লাখো মুসলমানের হৃদয়ে বিশেষ প্রভাব ফেলে।
ইমাম গাজ্জাওয়ির অসুস্থতার সময় বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেছিলেন। তার পুনরায় ইমামতি শুরু করার খবর মুসলমানদের মধ্যে আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি ছড়িয়ে দিয়েছে।
সূত্র: প্রেসিডেন্সি অব দ্য টু হোলি মসকস, সৌদি গেজেট, আরব নিউজ।
ইএ/এসএন