২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে রাতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। এর আগে ঘরের মাঠে শেষ মুহূর্তের গোলের আইরিশদের পরাস্ত করেছিল পর্তুগিজরা। তাই এই ম্যাচে প্রতিপক্ষ দর্শকদের তোপের মুখে পড়ার শঙ্কায় রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে নিজেকে শান্ত রাখতে চান এই কিংবদন্তি ফুটবলার।
বুধবার (১৩ নভেম্বর) মিডিয়ার সঙ্গে আলাপে রোনালদো জানিয়েছেন, তিনি জানেন যে বুশের শিকার হতে পারেন, তবে তার একমাত্র মনোযোগ থাকবে দলের জয় এবং তার শেষ ওয়ার্ল্ড কাপ ফাইনালে খেলার লক্ষ্যে।
রোনালদো বলেন, আমি এখানে সমর্থকদের খুব পছন্দ করি। তারা জাতীয় দলকে যে সমর্থন দেন, তা সত্যিই অসাধারণ। আবার এখানে খেলতে আসা আমার জন্য আনন্দের বিষয়। অবশ্যই ম্যাচটি কঠিন হবে। আশা করি তারা খুব বেশি দুয়োধ্বনি দিবে না। আমি শপথ করছি, ভালো ছেলে হওয়ার চেষ্টা করব।
তিনি আরও বলেন, তবে অবশ্যই আমি আমার কাজ করব। আমি খেলার চেষ্টা করব, গোল করার চেষ্টা করব এবং আমার দলকে সাহায্য করব। আমি নিশ্চিত ম্যাচটি কঠিন হবে।
সম্প্রতি রোনালদো নিশ্চিত করেছেন এই বিশ্বকাপই তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। তবে ৪০ বছর বয়সী এই তারকা আরও কিছু ট্রফি জেতার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। জাতীয় দলের হয়ে ১৪৩ আন্তর্জাতিক গোলের মালিক রোনালদোর লক্ষ্য কেবল নিজেকে ঘিরে নেই।
রোনালদোর ভাষ্য, একটি জাতীয় দল একজন ভালো খেলোয়াড়ের ওপর নির্ভর করে না, তবে ভালো খেলোয়াড় থাকলে দল অনেক সাহায্য পায়, বিশেষ করে গোলের মাধ্যমে। আমার জন্য গোল করা সবসময় ভালো। আমি এই বিশ্বকাপ খেলতে চাই, তবে আমরা ধাপে ধাপে এগোব।
গ্রুপ ‘এফ’ থেকে চার ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগাল। সমান ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে দুইয়ে হাঙ্গেরি। এক পয়েন্ট কমে তিনে আয়ারল্যান্ড। আর তিন পয়েন্ট আর্মেনিয়ার। তাতে প্লে অফে খেলার আশা বেঁচে আছে পয়েন্ট টেবিলের শেষ তিনটি দলেরই।
আইকে/এসএন