আবারও বিশ্বকাপে খেলতে চান মেসি

আর কী চাই লিওনেল মেসির? ২০২২ কাতার বিশ্বকাপ জিতে পেশাদার ক্যারিয়ারের ষোলোকলাই তো পূর্ণ করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। তবে মানুষের চাওয়ার যে শেষ নেই, সামর্থ্যের শতভাগ কাজে লাগিয়ে চাহিদা পূরণের চেষ্টাটাই করতে চান মেসিও। তার সামনে এবার কুইজের মতো কিছু প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল। বিশ্বকাপ নাকি ব্যালন ডি’অর, কোচ নাকি ক্লাবের মালিক, গোলরক্ষক নাকি ডিফেন্ডার-  এমন কিছু মজার প্রশ্নের উত্তর দিয়েছেন মেসি।

বৈশ্বিক অনলাইন ফুটবল কমিউনিটি ৪৩৩–এর এক কুইজে এক কথায় প্রকাশের মতো করে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড। তার কাছে জানতে চাওয়া হয় আর্জেন্টিনার হয়ে আরেকটি বিশ্বকাপ নাকি ব্যালন ডি’র, কোনটি জিততে চান? মেসি নির্দ্বিধায় সেই প্রশ্নের জবাব দিয়েছেন, ‘আরেকটি বিশ্বকাপ।’ ফ্রান্স ফুটবল সাময়িকীর দেওয়া ব্যালন ডি’অর ব্যক্তিগত পুরস্কারের হিসাবে সবচেয়ে মর্যাদাপূর্ণ খেতাবের একটি। যা রেকর্ড সর্বোচ্চ আটবার জিতেছেন মেসি।




২০২৩ সালের মাঝামাঝিতে পিএসজি ছাড়ার মধ্য দিয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলকে বিদায় বলেন বিশ্বকাপজয়ী তারকা। এরপর থেকে অনেকবারই সাক্ষাৎকারে ইন্টার মায়ামিতে পরিবারসহ শান্তিপূর্ণ ও উপভোগ্য সময় কাটানোর কথা বলেছেন। তবে নিজের শৈশব-কৈশোর থেকে বেড়ে ওঠা ও সন্তানদের জন্মভূমি মিলিয়ে বার্সেলোনায় স্বপ্নময় অধ্যায়ের কথাও বারবার উঠে এসেছে মেসির মুখে। মায়ামি নাকি বার্সা কোথায় খেলাকে বেছে নেবেন প্রশ্নে মেসির উত্তর– ‘বার্সেলোনা।’

একইভাবে হ্যাটট্রিকের চেয়ে দলের জয়নির্ধারণী গোল, ক্লাবের কোচ হওয়ার চেয়ে মালিক হওয়া, গোল পাওয়ার চেয়ে প্রতিপক্ষ ফুটবলারকে নাটমেগ করা, দূরপাল্লার গোলের চেয়ে কর্নারে গোল করা, গোলকিপার হওয়ার চেয়ে ডিফেন্ডারের ভূমিকায় খেলা, ৪-৪-২ ফরমেশনের চেয়ে ৪-৩-৩ ফরমেশনে খেলাকে প্রাধান্য দিয়েছেন বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকা।

আর্জেন্টিনার জার্সিতে মেসিকে কি ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে? দেশটি সমর্থক কিংবা ব্যক্তিগত ভক্তদের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত প্রশ্ন এখন যেন এটােই। আরেকটা বিশ্বকাপে খেলা নিয়ে অনেকবারই নিজের মতামত জানিয়েছেন মেসি। তবে কোথাও ঠিক স্পষ্ট করে কিছু বলেননি। বিশ্বকাপে খেলতে আগ্রহী, আবার একই সঙ্গে সাবধানীও এলএমটেন। মেসি বলছেন, ‘এটা আমার জন্য বিশেষ বিশ্বকাপ। দেশের হয়ে খেলাটা সবসময় স্পেশাল। বিশেষ করে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে। তাও এটা জেতার পর। কিন্তু আমি দলের জন্য বোঝা হতে চাই না। যদি মনে হয় দলকে সাহায্য করতে পারব। যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে পারব, তবেই খেলব।’

১৯২ ম্যাচ। ১১২টি গোল। কোপা আমেরিকা ট্রফি, বিশ্বকাপে গোল্ডেন বল, ব্যালন ডি’অর কিংবা বিশ্বকাপের সেই সোনালি ট্রফি, কী নেই তার ঝুলিতে! আর সেটাই যেন তার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। ২০২৬ বিশ্বকাপেও তাকে কেন্দ্র করে আরেকবার বিশ্বসেরা হওয়ার স্বপ্ন দেখতে চায় লিওনেল স্কালোনির দল ও দিয়েগো ম্যারাডোনার উত্তরসূরীরা।

টিএম/ টিএ 

Share this news on:

সর্বশেষ

কৃতি শ্যাননের ঘরে একমাত্র হৃত্বিকের ছবি, মধ্যরাতে ফোন Nov 13, 2025
গুলিস্তান থেকে আওয়ামী লীগ কর্মী আটক Nov 13, 2025
গণভোট নিয়ে বিএনপি-জামায়াতের দ্বন্দ্বের মধ্যে যে সিদ্ধান্ত জানালেন প্রধান উপদেষ্টা Nov 13, 2025
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল স্বাভাবিক Nov 13, 2025
img
বাংলাদেশ-ভারত ম্যাচের নিরাপত্তায় মাঠে থাকবে সেনাবাহিনী Nov 13, 2025
img
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে ২০ লাখ ভোটারের প্রস্তুতি ইসির Nov 13, 2025
img
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ Nov 13, 2025
img
আ. লীগ ভুলের পথে থাকবে যতদিন শেখ হাসিনা এই দলে থাকবে : জাহেদ উর রহমান Nov 13, 2025
img
রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর থেকে ইট নিতে আসা আটক কিশোরকে ছেড়ে দিল পুলিশ Nov 13, 2025
img
ইউরো ২০২৮ অনুষ্ঠিত হবে কার্ডিফে,উয়েফার সিদ্ধান্ত Nov 13, 2025
img
লেভানদোস্কির উত্তরসূরি হিসেবে বার্সেলোনার নজরে হ্যারি কেন Nov 13, 2025
img
সাভারে আওয়ামী লীগের ৪২ নেতা-কর্মী গ্রেপ্তার Nov 13, 2025
img
নেপালের বিপক্ষে একাদশে হামজা, বেঞ্চে শমিত শোম Nov 13, 2025
img
ফ্যাসিবাদের ফিরে আসা ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : দুলু Nov 13, 2025
img
চুক্তি বহির্ভূত কর্মকাণ্ডে ২৬ মালিক - কর্মকর্তার বিরুদ্ধে দুদকের পাঁচ মামলা Nov 13, 2025
img
স্ত্রীর অবদানেই সাফল্যের শিখরে, স্বীকার করলেন জিৎ Nov 13, 2025
img
বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে : আবুল কালাম Nov 13, 2025
img
সৌদি আরবে ভারী বৃষ্টি, মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি Nov 13, 2025
img
প্রেসিডেন্ট ও বর্তমান সেনাপ্রধানকে আজীবন দায়মুক্তি দিল পাকিস্তানের সংসদ Nov 13, 2025
img
নারী ক্রিকেটারদের হয়রানির প্রতিরোধে ফেডারেশনগুলোকে এনএসসি’র বার্তা Nov 13, 2025