হুমায়ূন আহমেদের উপন্যাসের অন্যতম ও যৌক্তিক চরিত্র মিসির আলি। যিনি একজন সাইকিয়াট্রিস্ট। যিনি সাদামাটা জীবন যাপন করেন, যুক্তই দিয়ে কথা বলেন, কেউ মিথ্যে বললেও তাঁর মুখের রেখার পরিবর্তন দেখে ধরে ফেলেন। এই চরিত্রটি নাকি শাকিব খানকে দিয়ে করানো যাবে- এমনটা মনে করেন এ সময়ের পরিচিত চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি।
হুমায়ূনের উপন্যাসের চরিত্র পর্দায় কারা ভালো করতে পারেন, এ বিষয়ে রাফি বলেন, এ হুমায়ূন আহমেদ এত ইউনিক সব আইডিয়া নিয়ে কাজ করেছেন, ভাবাও কঠিন। হিমু ও রূপা আমারও ভীষণ পছন্দের দুটি চরিত্র। সম্প্রতি নাজিফা তুষিকে নিয়ে কাজ করলাম, তাকে রূপা চরিত্রে মানাতে পারে। তাসনিয়া ফারিণও ভালো করবে।
রাফির ভাষ্য, হিমু খুব ক্রিটিক্যাল একটা চরিত্র। এটা ঠিক কে করতে পারবেন, তা আসলেই মাথায় আসছে না। মিসির আলি চরিত্রটি চঞ্চল ভাই করেছেন। তাঁকে বাদ দিয়ে যদি বলি, আফজাল হোসেন দারুণ করবেন।
শাকিব খানকে দিয়েও মিসির আলি চরিত্র করানো যাবে জানিয়ে রাফি আরো বলেন, এ ছাড়া আমার মনে হয়, শাকিব (শাকিব খান) ভাইকে দিয়েও করানো যাবে। তিনিও বেশ রহস্যময় মানুষ। বাকের ভাই চরিত্রের জন্য এই সময়ে নিশো (আফরান নিশো) ভাইকে পারফেক্ট মনে হচ্ছে।
১৯৮৭ সালে নাটকে মিসির আলির প্রথম আবির্ভাব হয় অভিনেতা আবুল হায়াতের মাধ্যমে। মুস্তাফিজুর রহমানের পরিচালনায় 'অন্য ভুবনের সে' নাটকটি প্রচার হয়েছিল বিটিভিতে।
এর দুবছর পরে মিসির আলি নিয়ে মুস্তাফিজুর রহমানকে ফের নির্মাণ করতে হয়েছে 'অন্য ভুবনের ছেলেটা' নামের আরেকটি নাটক। দ্বিতীয়বারও একই চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত।
কেএন/টিএ