টলিউডের সুপারস্টার জিৎ, যিনি সবসময় তাঁর ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন, এবার সেই নীরবতার দেয়াল ভেঙে খুলে বললেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা। আলো-ঝলমলে তারকাজীবনের পেছনে যে আছে এক দৃঢ় ও নীরব সহযাত্রী, সেটিই জানালেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জিৎ অকপটে স্বীকার করেছেন তাঁর সাফল্যের মূল শক্তি তাঁর স্ত্রী মোহনা ও পরিবারের অকুণ্ঠ সমর্থন। অভিনেতার কথায়, “আমার স্ত্রী নন-ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে এসেও যে এভাবে মানিয়ে নিয়েছেন, ভাবা যায় না।” এই এক বাক্যেই যেন ফুটে উঠেছে এক নায়কের প্রতি-নির্ভর ভালোবাসা ও শ্রদ্ধা।
জিৎ আরও বলেন, “পরিবারের সাহায্য ছাড়া এত দূর আসতে পারতাম না।” পর্দার সামনে যিনি নিরন্তর সংগ্রামী, বাস্তব জীবনে সেই জিৎ পরিবারকেই দেখেন তাঁর শক্তির কেন্দ্র হিসেবে। মোহনাকে তিনি শুধু স্ত্রী নয়, বরং জীবনের সহযাত্রী, পরামর্শদাতা ও মানসিক আশ্রয় হিসেবে দেখেন।
টলিউডের এই 'বস' নায়কের স্বীকারোক্তি মনে করিয়ে দেয়, পর্দার বাইরেও মানুষের জীবনে আলো ছড়ায় সেইসব সম্পর্ক, যারা নিঃস্বার্থভাবে পাশে থাকে। সাফল্যের গল্পের নেপথ্যে যে এক নারী ও এক পরিবারের নীরব অবদান লুকিয়ে আছে, জিৎ সেই সত্যটাই তুলে ধরলেন আবেগের সঙ্গে।
টিজে/টিএ