ফিল্ড হকি বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা করে নিতে তিন ম্যাচের প্লে-অফে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তন।
প্রথমটিতে স্বাগতিকদের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে পাকিস্তান। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রেজাউল করিম বাবু্র দলকে ৮-২ গোলে হারিয়েছে পাকিস্তান। সিরিজে ১-০তে এগিয়ে গেছে আহমেদ বাটের দল। ম্যাচের পর নিজেদের পরিকল্পনা এবং বাংলাদেশকে আরও আন্তর্জাতিক ম্যাচ খেলার পরামর্শ দিয়েছেন অতিথি অধিনায়ক বাট।
বলেছেন, ‘আশা করি কালও একই গতিতে খেলব। কারণ আমাদের এই সিরিজ জিততে হবে। না, আমাদের পুরো প্রচেষ্টা করতে হবে। কারণ আমার মনে হয় বাংলাদেশের তরুণ খেলোয়াড় আছে। তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা হয়তো নেই। তাদের আরও বেশি ম্যাচ খেলা দরকার। পরেরটি একটি নতুন দিন এবং নতুন খেলা।’
পাকিস্তানের কিছু ভুল ছিল, তবে পরবর্তী লক্ষ্য প্রো হকি লিগ। বাট বললেন, ‘আমার দল যেভাবে খেলেছে, কাঠামোগত হকি খেলেছি। আমাদের কিছু ভুল আছে, ভবিষ্যতে সেটা উন্নতি করতে পারি। হাতে এখনও সময় আছে। লক্ষ্য হল প্রো হকি লিগ, তাই এই সিরিজটি আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ কোচের প্রশংসা করেছেন বাট, ‘বাংলাদেশও খুব ভালো খেলছে। আইকম্যান, তিনি একজন ভালো কোচ, কারণ তিনি অনেক আগে আমাদের দলের সাথে কাজ করেছেন। তাই আমাদের খেলোয়াড়দেরও চেনেন। যেভাবে বাংলাদেশের খেলোয়াড়রা দুটি গোল করেছে, এটিকে সহজ বলতে পারেন না। তারা আমাদের বেশ কঠিন চ্যালেঞ্জ দিয়েছে। কিন্তু আমাদের অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড় আছে।’
পরের ম্যাচের জন্য প্রস্তুতির কথা জানালেন বাট, ‘আরও একটি বিষয়, আমার মনে হয় আমাদের ফিটনেস লেভেল খুব ভালো, আগের চেয়ে ভালো। তাই পরের খেলার জন্য মুখিয়ে আছি।’
টিএম/টিএ