কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, পেঁয়াজ আমদানি করতে হয়নি, আমদানি করতেও হবে না। গ্রীষ্মকালীন মুড়িকাটা পেঁয়াজও কিছুদিনের মধ্যে বাজারে চলে আসবে। বাজারে পেঁয়াজের কোনো ঘাটতিও হবে না। কিছু কিছু অসাধু গোষ্ঠী এই পণ্যটির দাম বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু তারা সফল হবে না বলে তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময়ে চলতি মৌসুম আমনের বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
কৃষি উপদেষ্টা বলেন, এবার আমনের চাষ ও ফলন ভালো হয়েছে। আমরা একটি দাম নির্ধারণ করে দিয়েছি। আমনের প্রতি কেজি চৌত্রিশ টাকা, আতপ চাল উনপঞ্চাশ টাকা ও সিদ্ধ চাল পঞ্চাশ টাকা কেজি।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ মৌসুমে সবজির উৎপাদনও খুবই ভালো। বাজারে সবজির সরবরাহ ভালো, দামও সহনীয় পর্যায়ে আছে। এবার আলু চাষিরা বড় ধরনের লোকসানে আছেন, তারা ভালো দাম পাননি। সে কারণে আলু চাষিদের প্রণোদনা দেওয়ার একটা ব্যবস্থা করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মন্তব্য করে তিনি সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা বিষয়ে বড় ধরনের কোনো সমস্যা নেই। ছোট খাটো যেসব ঘটনা ঘটেছে, আমরা সাথে সাথে অ্যাকশন নিয়েছি। কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত কোনো দলের এসব ঘটনাকে কেন্দ্র করে কোনো শঙ্কা নেই।
টিজে/টিএ