রাজধানীর মিরপুর বেরীবাঁধে কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় জনতার ধাওয়ায় পালাতে গিয়ে এক যুবক নদীতে ঝাঁপ দেয়। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। তবে তিনি নিজে পরিবহণ শ্রমিক ছিল বলে শোনা গেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় মিরপুরের শাহ আলী থানাধীন বেরীবাঁধে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান।
তিনি বলেন, “নিহত ব্যক্তি নিজেই বাসে আগুন দিয়েছে বলে জানতে পেরেছি। জানা যায় ঐ নিহত পরিবহন শ্রমিক কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেয়। আগুন দেওয়ার সময় স্থানীয় জনতা তাকে দেখে ফেললে তাকে ধাওয়া দেয়। ওই সময় পাশের তুরগা নদীতে ঝাঁপ দেনি তিন। সাঁতার না জানায় নদীর পানিতে ডুবে সেখানেই তার মৃত্যু হয়। পরে নদী থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। নিহত ব্যক্তির মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রুদ্র মোহাম্মদ নামে আরেকজনকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আগুন দেওয়া বাসটি বেরীবাঁধ এলাকায় পার্কিং করা ছিল।”
নিহত ব্যক্তির নাম পরিচয় জানা গেছে কিনা জানতে চাইলে শাহ আলী থানার এ পরিদর্শক বলেন,তার নাম পরিচয় আমরা এখনো জানতে পারিনি। হাসপাতালে আমাদের একটি দল গেছে তারা ফিরে আসলে বিস্তারিত তথ্য জানতে পারব।
এ বিষয়ে শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আজম বলেন, “বাসে আগুন দেওয়ার ঘটনায় এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি। এই বিষয়ে বিস্তারিত তথ্য থানার পরিদর্শক (তদন্ত) জানেন।”
এদিকে আগুন দেয়া বাসটি পুড়ে গেছে জানিয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ১০টা ২২ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে।
এবি/টিকে