অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আর কিছু পাওয়া যাবে না : রাজ্জাকী

এই সরকারের (ইউনূস সরকার) কাছ থেকে আর কিছু পাবেন না। আমরা এখন পর্যন্ত যা দেখছি, সেখান থেকে বলছি। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিশ্লেষক আবু হেনা রাজ্জাকী সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন।

তিনি বলেন, সরকার নির্বিকার।

সাত মাস ধরে রাজনৈতিক দল বসল, সরকারও বসল; কিন্তু সবাই মিলে ব্যর্থ। সবাই মিলে ব্যর্থ হলে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাহেবও ব্যর্থ। কমপ্লিট ফুল স্টপ, আমি বলে দিচ্ছি। কারণ এত দিন পরে আপনি ওনার কাছ থেকে কিছু পাবেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না।

এটা আমি অনেক টক শোতে বলেছি। এতটুকু যদি মেনে নিতে পারেন, তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত তাকে সুযোগ দেন, না হলে তাকে সরিয়ে দেন।

রাজ্জাকী আরো বলেন, তার (ইউনূস) কোনো ঢাল, তলোয়ার কিচ্ছু নেই। আমরা তো দেখতেছি, কিচ্ছু নেই।

এখন ইউনূস সাহেব ফুল স্টপ। এইবার আসেন রাজনৈতিক দলের বিষয়ে, তারাও ব্যর্থ হয়েছে। কারণ সাত মাসে পারেনি। ওদিকে তাদের প্রতারণার অপবাদও তারা (সরকার) নিয়েছে। আমি এটা অনেক জায়গায় বলেছি, এখনো বলছি প্রতারক সরকারের অধীনে নির্বাচন চাওয়া, নির্বাচনের দিন তারা যে প্রতারণা করবে না, তার কোনো গ্যারান্টি নেই।

তারপরও আমরা নির্বাচন চাচ্ছি।

নির্বাচনের দিন প্রতারণা হবে কিভাবে প্রশ্নের জবাবে রাজ্জাকী বলেন, ওই যেহেতু বলছে, তাদের নোট অব ডিসেন্টগুলোকে উইথড্র করে তারা দেখিয়েছে, কোনো নোট অব ডিসেন্ট নেই।

ওখানে স্বাক্ষর হয়েছে, যেটা বিএনপি বলছে। তাহলে তো প্রতারণা করা হয়েছে। সুতরাং যে সরকার একটা দলের সঙ্গে প্রতারণা করে, সেই দল ওই সরকারের অধীনে নির্বাচন করলে ওই দিন যে প্রতারণা হবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। সেই অর্থে আমি বলছি। সুতরাং ওই হিসাব করলে এই সরকার ফুল স্টপ, অথর্ব সরকার। তার অধীনে নির্বাচন চাওয়া কারো অধিকার নেই, মানে নির্বাচন চাওয়াই উচিত না।

নির্বাচন না চাইলে তাহলে কি এইভাবেই চলতে থাকবে? এই প্রশ্নের জবাবে রাজ্জাকী বলেন, না আমি তা বলছি না। আমি বলছি, আমি তো নির্বাচনের পক্ষে; কিন্তু এই যে দাবি-দাওয়া সবই তো রয়ে গেছে। আপনি তো ক্লিন করতে পারেননি। আপনি নির্বাচনে যাবেন কিভাবে? আপনি বলে দিন, লেভেল প্লেয়িং ফিল্ড আছে। কে বলবে? আমরা বলছি, রাজনৈতিক দলগুলো বলুক।

কিন্তু তারা তো বলছে, সরকার প্রতারক। লেভেল প্লেয়িং ফিল্ড তো নাই, কারণ সরকার প্রতারক এটা এস্টাবলিশ হয়েছে।

এরপর অনুষ্ঠানের সঞ্চালক বলেন, সব রাজনৈতিক দলই বলছে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তখন রাজ্জাকী বলেন, সব রাজনৈতিক দল যদি বলে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, তাহলে আপনি নির্বাচন চান কিভাবে? নির্বাচনের পূর্বশর্ত কী? লেভেল প্লেয়িং ফিল্ড লাগবে না? আপনি আন্দোলন করেন না কেন? যারা করছে, তাদেরকে আপনি বাধা দিবেন কি হিসেবে?

রাজ্জাকী আরো বলেন, সবশেষে আমি বলব, রাষ্ট্রের দায়িত্বশীল এবং ক্ষমতাধর কিছু স্টেকহোল্ডার আছে। এইরকম সিচুয়েশনে এই ক্ষমতাধর স্টেক হোল্ডার খুঁজি। এখন যদি বলেন ক্ষমতা আর্মি, তাহলে তাকে দরকার আছে। কারণ এরকম ক্রাইসিস টাইমে সবই তো আর্মিরা গিয়ে করে। দরকার থাকলে সেই স্টেক হোল্ডাররা মিলে একটা জায়গায় যাবে, সেখানে গিয়ে আপনাকে সব এনসিওর করতে হবে।

তিনি বলেন, আরেকটা ব্যাপার খেয়াল করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার পরও তার (ড.ইউনূস) বিরুদ্ধে যখন এতো কথা হচ্ছে, তার মানে কি? নির্বাচনে কিন্তু দুইটা খেলা হচ্ছে। একটা খেলা হলো, এই নির্বাচন হলে ইউনূস সাহেবের চলে যেতে হবে। এটা একটা প্রক্রিয়া। এখন ইউনূস সাহেবের অপসারণ কে কে চায়, সেটা হলো পতিত সরকারের শক্তি। সেই শক্তি কিন্তু ইউনূস সরকারের অপসারণ চায়। কারণ তাদের সরানোর পরেই ইউনূস সাহেব বসেছেন। আর নির্বাচন করলে যারা ক্ষমতায় আসবে, তারা নির্বাচন হলেই ক্ষমতায় যাবে। সুতরাং ইউনূস সাহেবের অপসারণ অটো হয়ে যাবে।

তিনি আরো বলেন, এখন প্রশ্ন হচ্ছে, এই আওয়ামী লীগের লকডাউন এবং ওই পতিত শক্তি, তারা ইউনূস সাহেবকে ফেব্রুয়ারি পর্যন্ত মেনে নিতে পারছে কি না? যদি ইউনুস সাহেবের অবস্থান ফেব্রুয়ারি পর্যন্ত ওই পতিত সরকার বা পতিত শক্তিটা মেনে নিতে পারে, তাইলে হয়তো নির্বাচনটা হলেও হতে পারে। আর যদি ওই পতিত শক্তিটা ইউনুস সাহেবের ফেব্রুয়ারি পর্যন্ত থাকাটা অপছন্দ করে, তাহলে এই যে পরিস্থিতি খারাপ হচ্ছে, ককটেল ফুটছে তার মাত্রা বাড়লে বাড়তেও পারে।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আজ বিশ্বকাপের জার্সি গায়ে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা Nov 14, 2025
img
বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে বাদ যাচ্ছেন কয়েকজন Nov 14, 2025
img
বিএনপি কখনোই মানুষকে ছেড়ে পালিয়ে যায় না: ডা. জাহিদ  Nov 14, 2025
img
'ঘরের পোষা প্রাণীরা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে; আর বিনিময়ে কিছু চায়ও না' Nov 14, 2025
img
রামেক হাসপাতালে ডেঙ্গুতে প্রাণ গেল ২ জনের Nov 14, 2025
img
ফের মা হলেন কার্ডি বি Nov 14, 2025
img

আইপিএল

কেকেআরের নতুন বোলিং কোচ টিম সাউদি Nov 14, 2025
img
চলে গেলেন ধর্মেন্দ্রর প্রথম সিনেমার নায়িকা Nov 14, 2025
img
মেসির সম্মানে এবার বড় উদ্যোগ নিচ্ছে বার্সেলোনা Nov 14, 2025
img
দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল হবে : সেনাপ্রধান Nov 14, 2025
img
নোয়াখালীর চাটখিলে জামায়াত প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ Nov 14, 2025
img
ম্যাচসেরা হয়েও সন্তুষ্ট হতে পারছেন না জয় Nov 14, 2025
img
নিরাপত্তা ইস্যুতে বন্ধ কনসার্ট, ভেন্যু বদলের চিন্তায় আয়োজক Nov 14, 2025
img
আমরা অনেকেই শিক্ষিত হই, কিন্তু সুশিক্ষিত হই না: সেনাপ্রধান Nov 14, 2025
img
আসন্ন ত্রয়োদশ নির্বাচনে রংপুর-৬ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন মাসুম বিল্লাহ Nov 14, 2025
img

যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রীর সঙ্গে বৈঠক

অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার Nov 14, 2025
img
শ্রেয়ার কনসার্টে অপ্রীতিকর ঘটনায় অজ্ঞান ২ শ্রোতা Nov 14, 2025
img
আবার বিয়ে করতে যাচ্ছেন ইংল্যান্ড কিংবদন্তি স্ট্রস Nov 14, 2025
img
কিছু দল ভোটে হারার ভয়ে সরকারের ওপর নাখোশ: খোকন Nov 14, 2025
img
আইপিএল নিলামের আগে ট্রেডে দল পাল্টালেন ৬ তারকা ক্রিকেটার Nov 14, 2025