ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহার করা হবে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ভোলার গ্যাস বাসা-বাড়ি ও অন্য কোথাও দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেছেন, ভোলার গ্যাস দিয়ে ভোলায় শিল্প কারখানা হবে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে হলরুমে আয়োজিত জেলা অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভোলা-বরিশাল সেতু নির্মাণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “ব্যাপারটা হচ্ছে নকশা ঠিক করতে হবে। নকশা ঠিক না করে যদি কাজ করেন সেটা কোনো কাজে দেবে না। সেটা ভোলাবাসীর কোনো উপকার হবে না। তিন উপদেষ্টার ভোলায় আসার উদ্দেশ্যে হলো যেন ভোলার গ্যাস ভোলায় ব্যবহার হয়। সার কারখানা স্থাপন করছি। বেসরকারি শিল্প উদ্যোক্তারা শিল্প স্থাপন করছেন, তাদের গ্যাস দিচ্ছি।”
এর আগে সভায় ভোলা সদরে লোডশেডিং কমাতে বিদ্যুতের গ্রীড সাবস্টেশন স্থাপন, ভোলা উন্নয়ন কতৃপক্ষ গঠন, প্রস্তাবিত ইউরিয়া সার কারখানাটি ভোলার বাঘমারা এলাকায় খাস জমিতে নির্মাণ, দেশি-বিদেশি শিল্প মালিকদের ভোলায় শিল্প কারখানা স্থাপনে আকৃষ্ট করতে গ্যাসের দাম কমানোর প্রস্তাবসহ ভোলার সমস্যা,সম্ভাবনা ও অন্যান্য দাবি তুলে ধরেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গরা। এর আগে ভোলার সার্বিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়।
সভায় বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ছাড়াও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বানিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো.আজাদ জাহান। এছাড়া এতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
ইউটি/টিএ