সঞ্জয় লীলা ভানসালির বহুল প্রতীক্ষিত ছবি লাভ অ্যান্ড ওয়ার নিয়ে নতুন আপডেট। রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত এই ছবির শুটিং সময়সীমা বাড়িয়ে ২০২৬ সালের মে মাস পর্যন্ত করা হয়েছে। ফলে ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা বাতিল হয়ে এখন ছবিটি মুক্তি পেতে পারে ২০২৬ সালের আগস্ট অথবা সেপ্টেম্বরে।
প্রথম থেকেই বিশাল পরিসরে নির্মাণ এবং ভানসালির নিখুঁততার প্রতি আপসহীন মনোভাবের কারণে একাধিকবার শিডিউল বদলাতে হয়েছে। দীর্ঘ শুটিংয়ের ফলে ছবির বাজেটও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানা গেছে। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, সিনেম্যাটিক জাঁকজমক ও মানের প্রশ্নে কোনো ছাড় দিতে রাজি নন ভানসালি।
আগামী ২০২৬ সালের জানুয়ারিতে ছবিটির প্রথম ঝলক ও চূড়ান্ত মুক্তির তারিখ প্রকাশ করা হবে। ভানসালির ছবিতে এই প্রথম একসঙ্গে দেখা যাবে রণবীর, আলিয়া ও ভিকিকে—এ কারণেই প্রত্যাশা এখন তুঙ্গে।
এবি/টিকে