রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেন, ব্যারিস্টার আরমান যখন গুম ছিলেন, জামায়াতে ইসলামীকে সে গুমের বিরুদ্ধে ফাইট করতে দেখিনি। ১৪ সালের পর তাদের নেতাদের ফাঁসি হয়ে যাওয়ার পর তারা রীতিমতো গর্তে ঢুকে গিয়েছিলেন। তখনই ব্যারিস্টার আরমানের মুক্তির লড়াইটা সানজিদা তুলি করেছেন।
শনিবার (১৫ নভেম্বর) ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “তুলি ‘মায়ের ডাক’ নামক সংগঠনটার মাধ্যমে গুম হয়ে যাওয়া মানুষদের সন্ধান চেয়েছেন। সরকারের বিরুদ্ধে চাপ তৈরি করেছেন। সেটা করার জন্য কী পরিমাণ ঝুঁকি তারা নিয়েছেন এগুলো আমরা চোখে দেখেছি। এ জন্য কারো গল্প শোনার আমাদের প্রয়োজন নেই।
তিনি আরো বলেন, ‘তুলি ও তার মা-সহ আরো অনেকেই আছেন জীবনের ঝুঁকি নিয়ে এই লড়াইটা করেছেন। এই লড়াইয়ের মধ্যে ব্যারিস্টার আরমান কিংবা ব্রিগেডিয়ার আযমীর মুক্তিরও দাবি ছিল। ওখানে প্রত্যেকটা গুম হওয়া মানুষের মুক্তির দাবি জানানো হয়েছে। আবারও বলছি, আযমী ও আরমানের মুক্তির লড়াই জামায়াতে ইসলামী করেনি, এই লড়াই তুলি করেছেন।
এর সঙ্গে রাজনৈতিক দল ছিল, ব্যক্তিরা ছিলেন, তারা সাহস করে এসে করেছেন।’
এমকে/টিকে