রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, ‘এই সরকারকে আরো খানিকটা সময় দেওয়ার জন্যে, নিজেদের দলগুলোকে আরো শক্তিশালী বা গুছিয়ে নেওয়ার চেষ্টা করার জন্যে অনেকেই বলতে পারে আমরা নির্বাচন করব না। আমরা এই নির্বাচন মানি না। জামায়াত বলছে নির্বাচনের পরিবেশ নেই। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত নয়।
তাহলে সেই নির্বাচন কী হবে? এমনিতেই দেশের নিবন্ধিত প্রায় অর্ধেকেরও বেশি রাজনৈতিক দলকে বাইরে রেখে যে নির্বাচন সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবেই।’ সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
জিল্লুর রহমান বলেন, ‘এরা যদি নানা ড্রামার মধ্য দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ায় ড. ইউনূসের সরকার কি নির্বাচন করতে পারবেন? একটা নতুন সংকট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।’ জিল্লুর বলেন, ‘রাজনীতিটা বিলীন হয়ে গেছে।
নিঃশেষ হয়ে গেছে। ছোট দলগুলোর গুরুত্ব আছে। বিভিন্ন ইস্যুতে তারা কথা বলেন। রাজপথে থাকেন, টেলিভিশনের টক শোতে কথা বলেন। কিন্তু বট গাছের নিচে ছোট গাছ কোনোদিন জন্মায় না, লতাপাতা গজায়। এই দলগুলো যদি নিজেদের শক্তিশালী করতে চায়, তারা নিজেদের রাজনীতিটা মানুষের সামনে হাজির করুক।’
জিল্লুর আরো বলেন, ‘শোনা যাচ্ছে এনসিপি তারা মন্ত্রিত্ব চাইছে, আসন চাইছে। আবার জোরের সঙ্গে বলছে আমরা কারো দয়াদাক্ষিণ্য চাই না। সরকারের প্রধান এবং সরকারের কোনো কোনো উপদেষ্টা তাদের হয়ে তদবিরও করছেন বিএনপির সঙ্গে। মানুষ তো খুব বোকা না। মানুষ গত এক দেড় বছরে শুনেছে যে এনসিপি নেতারা বিএনপি সম্পর্কে কী বলেছেন।’
এসএস/টিকে