এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইয়ের ফিরতি লেগে ১৮ নভেম্বর ঢাকায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘সি’-গ্রুপের সেই ম্যাচকে সামনে রেখে ভারতীয় দল ইতিমধ্যে ঢাকায় পৌঁছালেও আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন অস্ট্রেলিয়ার হয়ে খেলা রায়ান উইলিয়ামস। কারণ, ফিফার আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকারকে দলে এনে চমকে দিয়েছে ভারত।
বেঙ্গালুরুতে ৬ নভেম্বর থেকে ভারতীয় দলের অনুশীলন শুরু হয়েছে।
কিন্তু পুরো শিবিরে সবচেয়ে বেশি মনোযোগ কাড়ছেন বেঙ্গালুরু এফসির স্ট্রাইকার রায়ান উইলিয়ামস। অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা এই ফরোয়ার্ড সম্প্রতি ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। সেই সুযোগে তাকে দলে ভিড়িয়েছেন ভারতীয় কোচ খালিদ জামিল।
তবে সমস্যা হলো, ফিফার অনুমতি ছাড়াই তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কোয়াডে।
শুধু ফিফাই নয়, ফুটবল অস্ট্রেলিয়ার কাছ থেকেও কোনো অনাপত্তিপত্র নেয়নি এআইএফএফ। নিয়ম অনুযায়ী, ফুটবল অস্ট্রেলিয়ার এনওসি পাওয়ার পরই ফিফা ও এএফসির কাছে অনুমোদনের আবেদন করা যায়। এই প্রক্রিয়া সম্পন্ন না হলে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার সুযোগ পাবেন না উইলিয়ামস।
এআইএফএফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফরোয়ার্ড রায়ান উইলিয়ামস সম্প্রতি ভারতীয় পাসপোর্ট গ্রহণ করেছেন।
তিনি বাংলাদেশ সফর করছেন। তবে মাঠে নামা নির্ভর করবে ফুটবল অস্ট্রেলিয়ার অনাপত্তিপত্র এবং ফিফা ও এএফসির চূড়ান্ত অনুমোদনের ওপর।’
এনওসি না পাওয়া পর্যন্ত খালিদ জামিল তাকে ম্যাচে ব্যবহার করতে পারবেন না। তবু উইলিয়ামস ঢাকায় দলের সঙ্গে অনুশীলন করবেন, তা নিশ্চিত করেছে ভারতীয় দল।
এবি/টিকে