অপেক্ষার অবসান, প্রকাশ পেল এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত ‘বারাণসী’ ছবির প্রথম ট্রেলার। আর এই ট্রেলারেই মহেশ বাবুর আগমন এক নতুন রূপে। নায়ক নন, তিনি যেন পৌরাণিক শক্তির আধার। রামোজি ফিল্ম সিটিতে আয়োজিত বৈশ্বিক উন্মোচনে স্পষ্ট হয়েছে-এ শুধু সিনেমা নয়, একটি বৈশ্বিক মিথো সাইফাই মহাযাত্রার শুরু।
ট্রেলারের শুরুতেই দেখা যায় এক ভয়ংকর গ্রহাণু আছড়ে পড়ছে পৃথিবীর আকাশে। তার অভিঘাত পৌঁছে যাচ্ছে প্রাচীন বারাণসী থেকে অ্যান্টার্কটিকা ও আফ্রিকার প্রান্তর পর্যন্ত। সময়, মহাকাশ ও বিশ্বাস যেন এক বিন্দুতে মিলিত। এরপর আবির্ভূত হন রুদ্ররূপী মহেশ বাবু। রক্তাক্ত, প্রাচীন, দেবোত্তম শক্তিতে ভরপুর তিনি বুনো ষাঁড়ের পিঠে চড়ে ত্রিশূল হাতে তাণ্ডব তুলছেন।
মহেশের এই রূপ দর্শক ও ভক্তদের কাছে ক্যারিয়ারের নতুন মাইলফলক। শেষ ফ্রেমে ভেসে ওঠে শক্তিশালী বার্তা
“রুদ্রের উত্থান, পৃথিবীর স্মরণ।”
রামায়ণপ্রাণিত আখ্যান আর মহাজাগতিক বিজ্ঞানকে এক সুতোয় গেঁথে রাজামৌলি নিশ্চিত করেছেন বহুমাত্রিক সময়যাত্রার গল্প। প্রিয়াঙ্কা চোপড়া মন্দাকিনী চরিত্রে ও পৃথিবীরাজ সুকুমারন কুম্ভ চরিত্রে যুক্ত হওয়ায় ‘বারাণসী’ এখন ভারতীয় সিনেমার এক নতুন বৈশ্বিক প্রত্যাশা।
এবি/টিকে