সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পল্টনে সংবাদ সম্মেলনে কথা বলছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
নুরুল হক নুর বলেন, ‘শুধু এই দুজনের বিচার হলে তা অসম্পূর্ণ বিচার হবে। আরও অনেক অপরাধী রয়েছে দেশে এবং দেশের বাইরে পলাতক। আমরা দাবি জানাচ্ছি, সব অপরাধীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক।’
প্রশাসনের ভেতরের ‘ফ্যাসিবাদের দোসরদের’ নির্মূল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আশাকরি এই রায়ের পরিপ্রেক্ষিতে দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলবে।’
গণ-অধিকার পরিষদ সভাপতি বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে বলতে চাই: এই রায়কে কেন্দ্র করে বিগত কয়েক দিন ধরে যেসব নাশকতা চলছে, তাতে প্রশাসনের ব্যর্থতাই প্রকাশ পাচ্ছে।’
রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে নুর অভিযোগ করেন, ‘ভোটের আশায় ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে অনেক দলেরই দেখছি সুসম্পর্ক। এসব কাজ নিন্দনীয়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই: ফ্যাসিবাদ নির্মূল করতে হলে আপসহীন হতে হবে।’
আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার জোরালো আহ্বান জানিয়ে গণ-অধিকার পরিষদ সভাপতি বলেন, ‘আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বা বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ না হলে আমরা নিরাপদ নই।’
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এমন কথাও শুনছি, আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে; দল হিসেবে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ না করা হয়।’
এসএন