বলিউডের প্রশংসিত অভিনেত্রী বিদ্যা বালান জানালেন আত্মস্বীকৃতির শক্তির কথা। সম্প্রতি এক আলাপচারিতায় তিনি বলেন, “যে স্বীকৃতি তোমার দরকার, সেটা তোমার নিজের কাছ থেকেই আসা উচিত।” বিদ্যার মতে, বাইরের প্রশংসা বা সমালোচনার চেয়ে নিজের প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। তিনি আরও জানান, দীর্ঘ অভিনয়জীবনে আত্মবিশ্বাসই তাঁকে সবচেয়ে বেশি শক্তি দিয়েছে। ব্যক্তিগত ও পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায়ও তিনি বিশ্বাস করেন নিজেকে বোঝা ও নিজের মূল্য উপলব্ধিই সফলতার আসল ভিত। তাঁর এই বার্তা সামাজিকমাধ্যমে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
এবি/টিকে