দীর্ঘ বিতর্কের পর অবশেষে ফিলিস্তিনের গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের মার্কিন পরিকল্পনা অনুমোদন দিয়েছে জাতিসংঘ। সোমবার, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত মার্কিন খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয় নিরাপত্তা পরিষদের মোট ১৩টি সদস্য রাষ্ট্র। তবে, প্রভাবশালী দেশ চীন ও রাশিয়া এই ভোটাভুটি থেকে বিরত থাকে।
অনুমোদিত প্রস্তাবটির মূল বক্তব্য অনুসারে, সদস্য রাষ্ট্রগুলো গাজা পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে শান্তি প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে পারবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই গাজার নিরস্ত্রীকরণ ও সামরিক অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে।
জাতিসংঘের এই ভোটকে তাৎক্ষণিকভাবে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি জানান, তিনি নিজে এই শান্তির জন্য গঠিত বোর্ডের সভাপতিত্ব করবেন।
হামাসের প্রত্যাখ্যান, প্যালেস্টাইন অথরিটির স্বাগত: জাতিসংঘের এই প্রস্তাবের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে মধ্যপ্রাচ্যে। প্যালেস্টাইন অথরিটি প্রস্তাবটিকে স্বাগত জানালেও, গাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিকল্পনা গাজা উপত্যকার ওপর কার্যত একটি 'আন্তর্জাতিক অভিভাবকত্ব ব্যবস্থা' আরোপ করবে, যা তারা মানতে নারাজ।
অন্যদিকে, এই প্রস্তাব ইসরায়েলেও বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এই আন্তর্জাতিক উদ্যোগের ফলে ফিলিস্তিনিদের জন্য ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্র গঠনের সম্ভাবনা আরও জোরালো হতে পারে।
সূত্র: আল জাজিরা
ইএ/টিকে