রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, ‘অপরাধের শাস্তি দরকার সেই বিষয়ে বাংলাদেশের মানুষের মধ্যে কোনো দ্বিধা নেই। কারণ যে অপরাধ তারা করেছে সে অপরাধের একটা শাস্তি হওয়া তাদের দরকার। শাস্তি শুধু তাদের জন্যই দরকার না। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন এ কথা মনে রাখেন।’
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
জিল্লুর রহমান বলেন, ‘দেশের একটা বড় জনগোষ্ঠীকে তারা যত অপরাধী হোক না কেন, আইনিভাবে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে তাদেরকে রাজনীতির বাইরে রাখা বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের নির্বাচনের জন্যে, ভবিষ্যতের জন্য কতটা স্থীতিশীলতা দেবে সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে।’
জিল্লুর বলেন, ‘গত কয়েকদিন ধরেই নানা রকমের প্যানিক তৈরি করা বা গাড়ি জ্বালিয়ে দেওয়া এগুলো আমরা দেখছি। এটা আরো খানিকটা সময় কন্টিনিউ করবে।
কিন্তু মূল সংকট হচ্ছে আমরা জানি ডিএমপি কমিশনার বলেছেন কেউ বাসে বা কোথাও আগুন দিতে গেলে তাদেরকে যেন গুলি করা হয়। যদিও আমরা এই অভ্যুত্থানের পরে শুনেছিলাম যে পুলিশ কাউকে গুলি করবে না।’
জিল্লুর আরো বলেন, ‘অপরাধীদের নিশ্চয়ই সাজা হওয়া দরকার। তাদেরকে আইনের আওতায় আনা দরকার এবং তাদের থেকে রক্ষার জন্য যেকোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।কিন্তু পুলিশের এই গুলি করার আদেশটা ভবিষ্যতে আরো অন্য কোনোভাবে ব্যবহৃত হবে কিনা সেটি নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে।’
ইএ/টিকে