জীবনের পথে ঠকে যাওয়া নিয়েই ওপপার বাংলার অভিনয়শিল্পী জিতু কামাল সম্প্রতি সামাজিক মাধ্যমে এক গভীর অনুভূতি প্রকাশ করেছেন। তাঁর কথায়, ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো, কারণ ঠকে গেলে কষ্ট থাকে ঠিকই, কিন্তু থাকে আত্মার এক ধরনের শান্তি। মানুষের অভিশাপ বয়ে বেড়াতে না হওয়াই তাঁর কাছে বড় স্বস্তি।
জিতুর পোস্টটি যেন তাঁর জীবনের অভিজ্ঞতার এক খোলা জানালা। বিনোদনজগতে সম্পর্ক, আস্থা, ভুল বোঝাবুঝি কিংবা স্বার্থ সবকিছুই মিশে থাকে। অনেক সময়ই শিল্পীরা নিজেকে আহত মনে করেন, কিন্তু সেই আঘাত থেকেই জন্ম নেয় পরবর্তী পথচলার শক্তি। জিতুর কথায় সেই ব্যবধানে আড়াল নেই।
তাঁর এই বার্তা ভক্তদের মনে দাগ কেটেছে। কারণ, জীবনের বাস্তবতায় আক্রান্ত মানুষ জানে ঠকে যাওয়া কষ্টের, কিন্তু মনে শান্তি নিয়ে এগিয়ে চলা আরও বড় উপহার। জিতুর পোস্ট সেই সত্যকেই আবারও সামনে এনেছে।
আরপি/এসএন