অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে।
সোমবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা দপ্তরে তার সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত।
ঢাকার ফ্রান্স দূতাবাস জানিয়েছে, সাক্ষাৎকালে তারা বিভিন্ন ক্ষেত্রে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও ফলপ্রসূ সম্পর্ক নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের মতো দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেন, যেসব দেশ বহুপাক্ষিকতাবাদকে উৎসাহিত করে; বিশেষ করে শান্তিরক্ষা মিশনের মাধ্যমে এবং শান্তিপূর্ণ সম্পর্ক এবং সংলাপের মাধ্যমে সংঘাত সমাধানের পক্ষে।
ফ্রান্সের রাষ্ট্রদূত ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের উদাহরণ হিসেবে বিশ্বব্যাপী ভীতি প্রদর্শন এবং বলপ্রয়োগের মাধ্যমে সুবিধা অর্জনের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করার জন্য বাংলাদেশের সঙ্গে যোগদানের প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দেন।
রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নের জন্য ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের সমর্থন পুনর্ব্যক্ত করেন, যার সঙ্গে তারা গণতান্ত্রিক মূল্যবোধ ভাগ করে নেয়।
আরপি/এসএন