বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান এবারের আলোচনার কেন্দ্রে রয়েছেন তাঁর আসন্ন দেশাত্মবোধক ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’কে ঘিরে। গত বছরের শেষের দিকে ছবিটির বহু প্রতীক্ষিত টিজার প্রকাশ পেয়েছিল। অনুরাগীরা কিছুটা আনন্দিত হলেও, টিজারকে কেন্দ্র করে দর্শক থেকে যথেষ্ট সাড়া আসেনি। কিন্তু সম্প্রতি নেটমাধ্যমে হঠাৎ ভাইরাল হয়েছে একটি ছোট ভিডিও ক্লিপ, যা দেখে মনে হচ্ছে ছবির কোনও দৃশ্য।
তবে আসল সত্যি ভিন্ন। ভাইরাল এই ভিডিওটি আদ্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি। ভিডিওতে দেখা যাচ্ছে রক্তাক্ত অবস্থায় তুষারাবৃত পাহাড়ে পড়ে থাকা সলমন খান, এরপর তিনি উঠে দাঁড়ান। হাতে তুলে নেন বেসবল ব্যাট, এবং সামনে ছুটে আসা সৈন্যদের মোকাবিলার জন্য প্রস্তুত হন। মুহূর্তের মধ্যেই ক্লিপটি শেষ হয়।
ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা নানা প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ লিখেছেন, “যে সময় ঘটনাটি ঘটেছিল, তখন সেখানে মোটেও বরফ ছিল না।” অন্য কেউ বলেছেন, “মানুষকে এআই ভিডিও দেখিয়ে বোকা বানাবেন না।” আবার এমন মন্তব্যও এসেছে, “এটা তো আসলটার চেয়ে ভালো।”
চিনের পক্ষ থেকে সলমনের ছবিকে তথ্য বিকৃত ও অতিরঞ্জিত করার অভিযোগ করা হলেও ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমার উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। শৈল্পিক স্বাধীনতার অধীনে পরিচালকরা নিজেদের মতো সিনেমা বানাতে পারেন। যারা উদ্বিগ্ন, তারা ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
‘ব্যাটল অফ গালওয়ান’ আগামী ১৭ এপ্রিল মুক্তি পাবে। যদিও টিজার দর্শকদের আগ্রহ তৈরি করতে পুরোপুরি সক্ষম হয়নি, অনুরাগীরা এখন ট্রেলারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রশ্ন রয়ে যাচ্ছে, এই ছবি কি সলমনের সাম্প্রতিক ছবির ব্যবসায়িক ফাঁড়া পূরণ করতে পারবে এটাই দেখার।
আরপি/টিএ