দুবাইভিত্তিক দানুব গ্রুপ এবার বলিউডের বাদশাহ শাহরুখ খানের নামে গড়ে তুলছে বিশাল এক বাণিজ্যিক টাওয়ার। নাম রাখা হয়েছে শাহরুখজ। শেখ জায়েদ রোডে নির্মিত হতে যাওয়া এই প্রকল্পের ব্যয় প্রায় চার হাজার কোটি রুপি। শুধু ভবনই নয়, এর ভেতরেই থাকবে শাহরুখ খানের একটি প্রতিকৃতি মূর্তি, যা ভবনটির প্রধান আকর্ষণ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
এই ঘোষণা প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক বিনোদন দুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। দুবাইয়ে শাহরুখ খানের জনপ্রিয়তা বহুদিনের, তিনি সেখানে বেশ কয়েকটি বড় ব্র্যান্ড এবং রিয়েল এস্টেট প্রকল্পের সঙ্গেও যুক্ত। দানুব গ্রুপের এই নতুন প্রকল্প সেই সম্পর্ককেই আরও দৃঢ় করল।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, শাহরুখজ শুধু একটি বাণিজ্যিক ভবনই নয়, বরং তার নাম, সাফল্য এবং বৈশ্বিক প্রভাবকে স্মরণ করার এক প্রতীকী স্থাপনা হতে চলেছে। ভবনটিতে আধুনিক সুবিধা, ব্যবসায়িক কেন্দ্র এবং উচ্চমানের কমার্শিয়াল স্পেস থাকবে, যা দুবাইয়ের ব্যবসায়িক জগতে নতুন মাত্রা যোগ করবে।
শাহরুখ ভক্তদের মধ্যেও এই ঘোষণা ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। তাদের মতে, আন্তর্জাতিক পরিসরে শাহরুখ খানের এই মর্যাদা তার দীর্ঘদিনের পরিশ্রম, জনপ্রিয়তা এবং বৈশ্বিক তারকা-প্রভাবের স্বীকৃতি।
এসএন