
দক্ষিণী সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়া নির্মাতা এস এস রাজামৌলি এবার বিতর্কের কেন্দ্রে। ‘বাহুবলী’র সফলতার পর যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি এবার নিজের মন্তব্যের জেরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলার মুখোমুখি হয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের মুক্তিপ্রতিক্ষীত ‘বারাণসী’র ট্রেলার প্রকাশের সময় হনুমানকে কটাক্ষ করে লোকজন চটিয়েছেন। সেই মন্তব্যের কারণে-ই এবার তার নামে দায়ের করা হয়েছে এফআইআর।
ঘটনার শুরু ‘বারাণসী’র ট্রেলার মুক্তির সময়। হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটির ওই অনুষ্ঠানে বিদ্যুৎ সংযোগের সমস্যায় ট্রেলার মুক্তিতে সাময়িক জটিলতা তৈরি হয়। এ সময় রাজামৌলির বক্তব্য নেটিজেনদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।
তিনি বলেছিলেন, “আমার ভগবানের প্রতি তেমন বিশ্বাস নেই। আমার বাবা বলতেন হনুমানজি আমাদের রক্ষা করেন। প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ার পর আমার হনুমানজির কাছে জিজ্ঞাস্য তিনি আমাকে কীভাবে রক্ষা করবেন?”
রাজামৌলির আরও বলেন, “বাবার মতো স্ত্রী-ও হনুমানজিকে বিশ্বাস করেন। ও তো আবার হনুমানজিকে বন্ধু মনে করে। তার সঙ্গে কথা বলে। এসব দেখলে আমার রাগ হয়।”
পরিচালকের এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক সৃষ্টি করে। এরপরই ভারতের রাষ্ট্রীয় বানর সেনা তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি রাজামৌলি।
এদিকে ট্রেলারেই চমক দেখিয়েছে মুক্তিপ্রতিক্ষীত ‘বারাণসী’র। এতে আলাদাভাবে নজর কেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। আরও দেখা যাবে মহেশ বাবু, পৃথ্বীরাজ সুকুমারন প্রমুখকে।
এসএন