বাংলাদেশ ক্রিকেট ও মুশফিকুর রহিমের ক্যারিয়ারে আজ বিশেষ এক দিন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন তিনি।
এই বিশেষ দিনে আইসিসি তাদের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে এক ভিডিও প্রকাশ করেছে যেখানে তাকে শুভকামনা জানিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ও দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং।
পন্টিং বলেন, ‘এটা অসাধারণ কৃতিত্ব। প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিক এমনটা করেছে। আমি অনেকবারই বলেছি, কেউ সেরা মানের ক্রিকেটার কিনা তা আমি তাদের দীর্ঘস্থায়িত্ব দিয়েই বিচার করি। বড় মঞ্চে তারা লম্বা সময় ধরেই পারফর্ম করতে থাকে, প্রতি বছরই।’
পন্টিং আরো বলেন, ‘আপনি যখন ৭০, ৮০, ৯০টি টেস্ট খেলবেন, তখন আপনি নিজেকে পরিবর্তন করে উন্নতি করার সুযোগ পাবেন। আরো ভালো খেলতে পারবেন। এটা কোনোভাবেই সহজ নয়। এটা অসাধারণ অর্জন। শততম ম্যাচ উপলক্ষ্যে আমি মুশফিককে সাধুবাদ জানাই।
আশা করি তার ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচটি সে খেলবে।’
আইকে/টিএ