ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসন নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সতর্ক করে বলেছেন, তার দেশে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে ট্রাম্পের ‘রাজনৈতিক জীবনের ইতি ঘটবে’। সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে নিকোলাস মাদুরো এ হুঁশিয়ারি দেন। খবর আনাদোলু এজেন্সির।
লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ঘিরে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে চলতি বছরের সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাছ ধরা নৌকা লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ৮০ জন নিহত হয়েছেন।
এদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। এরই মধ্যে ত্রিনিদাদ ও টোবাগোতে পাঁচ দিনব্যাপী নৌ মহড়ার ঘোষণা দিয়েছে পেন্টাগন। প্রশাসনের কর্মকর্তারা কংগ্রেস সদস্য ওবিদেশি নেতাদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক চালিয়ে যাচ্ছেন।
এমন পরিস্থিতিতে মার্কিন আগ্রাসন মোকাবিলার প্রস্তুতির পাশাপাশি ট্রাম্পের সঙ্গে ‘সামনাসামনি’ আলোচনায় বসার কথা বলছেন মাদুরো। তবে সোমবার এক ভাষণে ট্রাম্পকে ‘চরম পরিণতি’র হুঁশিয়ারি দেন তিনি।
আনাদোলুর প্রতিবেদন মতে, ভাষণে মাদুরো বলেন, ট্রাম্পকে ঘিরে থাকা একটি ‘সার্কেল’ ভেনেজুয়েলায় সশস্ত্র হামলায় ‘উসকানি’ দিচ্ছে। এটি ট্রাম্পকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। তিনি আরও বলেন, ভেনেজুয়েলা ব্যবহার করে ‘ট্রাম্পকে ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্রের শক্তিশালী গোষ্ঠীগুলো চেষ্টা করে চলেছে।’
মাদুরো বলেন, ‘তারা চায় প্রেসিডেন্ট ট্রাম্প তার জীবনের সবচেয়ে গুরুতর ভুল করুন এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হোক, যা তার নেতৃত্ব এবং রাজনীতির অবসান ঘটাবে।’ ট্রাম্পকে নানাভাবে চাপ ও উসকানি দেয়া হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, এই উসকানি শুধু প্রকাশ্য প্রতিপক্ষদের কাছ থেকেই নয়, ট্রাম্পের আশপাশের কিছু মানুষের মধ্য থেকেও এই উসকানি আসছে।
ভাষণে তিনি আবারও আলোচনার ইঙ্গিত দেন। বলেন, ভেনেজুয়েলা ওয়াশিংটনের সঙ্গে মুখোমুখি সংলাপের জন্য প্রস্তুত। এসময় কূটনৈতিকভাবে সমস্যা সমাধান করার ওপর জোর দেন তিনি। গত রোববার ট্রাম্প বলেন, মাদুরোর সঙ্গে ‘আলোচনা হতে পারে, কারণ ভেনেজুয়েলা আলোচনা করতে চায়।
এসএস/টিএ