ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ১ নং ওয়ার্ড আলমনগর গ্রামের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি নূরে আলমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে নবীনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, ৫ আগস্টের পরে নাশকতায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।